ক্রিকেটের মাঠ ছেড়ে সিনেমা পরিচালনায়! হঠাৎ কী হল ‘মিস্ট্রি স্পিনারের’?

Varun Chakravarthy

ভারতীয় দলের বাইরে বরুণ চক্রবর্তী। গত আইপিএল মরশুমে আহামরি প্যারফমেন্সও নেই তাঁর। এহেন পরিস্থিতিতে তিনি সিনেমা পরিচালনার দায়িত্বে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইসে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক হতে চান।

সঙ্গত এর আগে এই তরুণ ক্রিকেটার সহকারী পরিচালক হিসেবে কিন্তু কাজ করেছেন জিভা নামক ছবিতে। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তাঁকে একটি ছোট্ট চরিত্রে দেখাও গিয়েছিল। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর মূল স্বপ্ন পরিচালক হওয়া। তিনি ছবি পরিচালনা করতে চান। শুধুই কি তাই? বরুণ আরও জানিয়েছেন যে ইতিমধ্যেই তাঁর ৩ টে স্ক্রিপ্ট সম্পূর্ণ তৈরি আছে।

   

কলকাতা দলের মেন্টর এবং তাঁর প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এখন ভারতীয় দলের হেড কোচ। এখানেই প্রশ্ন উঠেছে, তাঁর ভাগ্যে কি ভারতীয় দলের ফেরার রাস্তা খুলবে। প্রসঙ্গত বরুণ চক্রবর্তী জানিয়েছেন তিনি বিজয় থালাপতির দারুণ ভক্ত। তিনি ২০২০ সালে অভিনেতার সঙ্গে দেখাও করেছিলেন। তাই বরুণ চান তিনি ছবি বানালে তাঁর একটি ছবিতে অভিনেতা হিসেবে তিনি বরুণ চক্রবর্তীকেই নেবেন, এবং অভিনেতার জন্য তাঁর একটি স্ক্রিপ্ট তৈরিও আছে আছে বলে জানান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন