Valentines Day: ‘ভীষণ নোংরা লাগে!’ সৌম্য রণিতার প্রেম অপছন্দ নেটিজেনদের

Valentines Day

Valentines Day: সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে ১২ বছরের রোম্যান্স ভুলে সৌম্য মুখোপাধ্যায়ের বাহুডোরে ধরা দিয়েছেন অভিনেত্রী রণিতা দাস। সম্প্রতি পারিয়ার স্ক্রিনিংয়ে এসেই প্রেমের গল্প সামনে আনলেন সৌম্য-রণিতা। যদিও অনেক দিন আগে থেকেই দুজনের প্রেমের গল্প ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে টলিপাড়ায়। এবার তো সবটা প্রত্যক্ষ করলেন দর্শকরা।

পারিয়ার স্ক্রিনিংয়ে এসে রণিতা কথায় সাড়া পেল প্রেমের গন্ধ। নায়িকা বললেন, ‘১৪ই ফেব্রুয়ারি মানেই শুধু ভালোবেসে….’। সৌম্য বললেন, ‘ও একঘন্টা লেট করে এসেছে। আমার ইন্ট্রো সিন-টিন সব হয়ে গিয়েছে’। জানা গিয়েছে প্রেমের সপ্তাহ উপলক্ষ্যে রণিতাকে গোলাপ, চকোলেট সবই দেওয়া হয়ে গিয়েছে। রণিতা কিন্তু রিটার্ন গিফট হিসাবে কিছুই দেননি।

   

পারিয়াতে সৌম্যর দুর্দান্ত অভিনয়ে যখন সৃজিত মুখোপাধ্যায় থেকে রাহুল বন্দ্যোপাধ্যায় সবাই ভীষণ হৈচৈ ফেলে দিয়েছেন, তখন রণিতা বললেন, ‘ইয়াং একটা টিম। তথাগত, বিক্রম, অঙ্গনা, ও সবাই মিলে দারুণ একটা কাজ করেছে। ওকে তো গ্রে শেডে, ভিলেন হিসাবে কেউ চট করে ভাবে না। ভীষণ সুইট একজন মানুষ।’ ভালোবাসার প্রশ্নে সৌম্য আবার চুপ। বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। এর চেয়ে বেশি কিছু এখন বলতে চাই না। আপতত আমার মন জুড়ে শুধুই পারিয়া’।

সবমিলিয়ে এদিন বেশ ভালোমতোই বোঝা গিয়েছে যে প্রেমে রীতিমত হাবুডুবু খাচ্ছেন রণিতা আর সৌম্য। আর এই বিষয়টিই সেভাবে ভালো চোখে দেখেননি নেটিজেনরা। তাঁদের কথায়, ১৪ বছর ভালোবাসাকে যে ছেড়ে দিতে পারে আর যাই হোক তার মুখে ভালোবাসার কথা মানায় না ভীষণ নোংরা লাগে’। এই ভালোবাসা যেতে কতক্ষন?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন