বিকিনি পরে সিগারেট হাতে বীচে উষ্ণতা ছড়ালেন জুন অ্যান্টি

june-aunty

গোয়ার তপ্ত বালুকারাশিতে ঝড় তুললেন জুন অ্যান্টি। খোলা চুল, হাতে সিগারেট, পিঠজুড়ে ট্যাটু, হলুদ বিকিনি এক্কেবারে অন্যরূপে সকলে চমকে দিলেন খলনায়িকা। জন্মদিন উদযাপন করতে শহর ছেড়ে গোয়াতে গিয়েছেন তিনি। ঊষসী কথায়, ‘এই প্রথম শহর ছেড়ে দূরে। বন্ধুদের সঙ্গে সমুদ্রের কাছাকাছি। খোলা আকাশের নীচে। খুব ভাল লাগছে। একটু আফশোসও হচ্ছে। মনে হচ্ছে, আগের জন্মদিনগুলোও এ ভাবেই পালন করা উচিত ছিল!

Advertisements

এই নিয়ে দ্বিতীয় জন্মদিন রাজনীতিবিদ বাবা শ্যালমল চক্রবর্তীকে ছাড়া। অভিনেত্রী জানিয়েছেন, ‘‘আমার আর বাবার জন্মদিন খুব কাছাকাছি। বাবার জন্মদিন ২২ ফেব্রুয়ারি। বাবা নিজের জন্মদিনও কোনও দিন পালন করেননি। আমারটাও সে ভাবে হয়নি। তাই বলতেই হচ্ছে এক্কেবারে নতুন এক্সপিরিয়েন্স।

   

june-aunty

Advertisements

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘জুন অ্যান্টি’-র ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছেন উষসী। গত বছর তাঁর নামের আগে যুক্ত হয়েছে ডক্টর কথাটি। হাতে ডক্টরেট সার্টিফিকেট নিয়ে ফেসবুকে ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

ফেসবুকের ওই পোস্টে তিনি জানান, তাঁর বাবা তাঁকে পিএইচডি নিয়ে খুবই উৎসাহ দিতেন। তবে গত বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বাবা শ্যামল চক্রবর্তীর। সিপিএম-এর বর্ষীয়ান নেতা ছিলেন তিনি। পোস্টে উষসী লেখেন, ‘যেদিন এক অভিনেতা একজন ডক্টর হয়ে উঠলেন। অবশেষে আমার ডক্টরাল ডিগ্রি পেলাম’। তবে অভিনেত্রীর লেখায় এই খুশির দিনে বাবা পাশে না থাকার কষ্টও প্রকাশ পায়। সব থেকে অবাক করা বিষয় হলো উষসী এই ডিগ্রি হাতে পেলেন তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতেই।