
ফ্যাশন স্টেটমেন্ট এবং বিলাসবহুল জীবনযাত্রার বরাবরই চর্চায় থাকেন তিনি। তাছাড়া সেনসেশনের অন্য আরেক নামও উর্বশী রাউতেলা। সম্প্রতি নেটমাধ্যমে একটি গাউনের ছবি শেয়ার করেছেন নায়িকা। যা দেখে রীতিমতো চোখ ধাঁধিয়েছে অনুরাগীদের। আর হবেই না কেন? পোশাকটি যে সম্পূর্ণ সোনার তৈরি!
‘আরব ফ্যাশন উইকে’ চুল থেকে পা অবধি হিরে আর সোনায় মোড়া মণিমুক্তোখচিত এই হাই থাই স্লিট গাউন এ সকলের নজর কেড়েছেন তিনি। যার দাম ৪০ কোটি টাকা। ক্লিওপেট্রার আদলে এই পোশাকের ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য: এই ধরনের ফ্যাশন উইকে কেউ এত দামের গাউন পরে আসেননি
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










