Urfi Javed: অভিনেত্রীর গোপনাঙ্গে অন্য কারও হাত

আবারো পোশাকে অভিনবত্বের ছোঁয়া এনে সমালোচনার মুখপাত্রী হয়ে উঠলেন বলিউড অভিনয় জগতের জনপ্রিয় মুখ উড়ফি জাভেদ(Urfi Javed)। বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রী বক্ষযুগল আজ আর নিজে হাতে আবৃত করেনি বরং ধরে রেখেছে অন্য কেউ। 

Photoshoot Viral Urfi Javed Without Lingerie

আবারো পোশাকে অভিনবত্বের ছোঁয়া এনে সমালোচনার মুখপাত্রী হয়ে উঠলেন বলিউড অভিনয় জগতের জনপ্রিয় মুখ উড়ফি জাভেদ(Urfi Javed)। বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রী বক্ষযুগল আজ আর নিজে হাতে আবৃত করেনি বরং ধরে রেখেছে অন্য কেউ। 

Advertisements

https://www.instagram.com/reel/Ck2dNSHpe8U/?utm_source=ig_web_copy_link

Advertisements

শুনতে খুবই অবাক লাগলেও আসলে দেখলে তা বোঝা যাবে যে, অভিনেত্রী এমনই ডিজাইনার ড্রেস পড়েছে যে, শুধু তার বক্ষযুবল ঢাকার জন্য অভিনেত্রী নিজেই পেজটিকে এমন ভাবে ডিজাইন করেছেন যে কেবল দুটি বাহুসহ হাতের আকারে তৈরী করে। অভিনেত্রী নিম্নাঙ্গের পরনে রয়েছে জাম রঙের বিকিনি প্যান্ট। এক্ষেত্রে বলা যেতে পারে, অভিনেত্রীর যত নেতার অভিনয় দক্ষতার জন্য জনপ্রিয় বরং তার থেকেও বেশি ডিজাইনার পোশাকের জন্য খ্যাতি নেট মহলে। 

প্রায় দিনই অভিনেত্রী তার চমকপ্রদ পোশাক পড়ে দর্শকদের সামনে আসে বলে উড়ফিকে নিয়ে অবিরত সমালোচনা হতেই থাকে। নিন্দুকেরা যেমন কুমন্তব্য করে, তেমনি আবার কিছু কিছু পোশাক প্রেমী মানুষেরা তার পোশাকের ধ্যান ধারণা দেখে বাহবাও জানায়। এমনকি,কিছুদিন আগে বলিউড অভিনেতা রণবীর সিং এই অভিনেত্রীর ড্রেসিং সেন্স দেখে তাকে যথেষ্ট ভালো মন্তব্য করেছিল।