Uday-Anamika: জন্মদিনে একান্তে সময় কাটাচ্ছেন ছোটো পর্দার অভিনেতা-অভিনেত্রী

বাংলা ধারাবাহিক জগতে কান পাতলেই শোনা যায় নানা ধরনের গুঞ্জন। কারো সাথে কারো ব্রেকআপ হচ্ছে তো কারো সাথে প্যাচআপ। আবার কেউ রয়েছে খোশমেজাজে নিজের মতন…

Uday-Anamika: জন্মদিনে একান্তে সময় কাটাচ্ছেন ছোটো পর্দার অভিনেতা-অভিনেত্রী

বাংলা ধারাবাহিক জগতে কান পাতলেই শোনা যায় নানা ধরনের গুঞ্জন। কারো সাথে কারো ব্রেকআপ হচ্ছে তো কারো সাথে প্যাচআপ। আবার কেউ রয়েছে খোশমেজাজে নিজের মতন করে। কেউ কেউ আবার গুঞ্জন কিংবা সমালোচনার তোয়াক্কা না করে চুটিয়ে প্রেম করে যাচ্ছে। তেমনি এক প্রেমিক প্রেমিকার জুটিকে নিজেদেরকে মেলে ধরতে দেখা যায় দর্শকদের সামনে সোশ্যাল মিডিয়ার দ্বারা। বাংলার ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রী উদয় প্রতাপ সিং(Uday Pratap Singh) ও অনামিকা চক্রবর্তীকে(Anamika Chakraborty) ইতিমধ্যেই দেখা যাচ্ছে সমুদ্রে ঘুরতে গেছে।

https://www.instagram.com/p/Cjow9kKJUfi/?igshid=NDRkN2NkYzU=

Advertisements

এর আগেও এই জুটি একসাথে অনেক জায়গায় ঘুরতে গেছে। কিন্তু এইবারে ঘুরতে যাওয়াটা অন্যবারের ঘুরতে যাওয়ার থেকে খানিক আলাদা। কারণ, এইবারে এই জুটি ঘুরতে গেছে সেলিব্রেশানের কারণে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা, “শুভ জন্মদিন পৃথিবীর সবথেকে ভালো মানুষ। জিন্দেগী খুশিয়নশে ভর যাতি হেয়, কিউকি আপ যায়শা ইনসান উন খুশিয়ো মে সামিল হতে হেয়। তোমায় কেউ পরিবর্তন করতে পারবে না। তুমি হয় স্পেশাল এবং তুমি পৃথিবীর সবকিছু ভালোর যোগ্য। আমি তোমায় অনেক ভালোবাসি হ্যান্ডসাম”। এই ক্যাপশনের দ্বারাই বোঝা যাচ্ছে এই দুই অভিনেতা-অভিনেত্রী একে অপরকে কতটা ভালোবাসে।