Tripura: সরকারে ভাঙন? বিজেপি বিধায়ক আশিস দাস তৃণমূল ভবনে

নিউজ ডেস্ক: সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার সরব হওয়া ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস এবার কি তৃণমূলের ঘরে? তিনি কলকাতার তৃণমূল ভবনে কেন এসেছেন ?…

Tripura Bjp mla ashis das

নিউজ ডেস্ক: সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার সরব হওয়া ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস এবার কি তৃণমূলের ঘরে? তিনি কলকাতার তৃণমূল ভবনে কেন এসেছেন ? এই প্রশ্নে সরগরম ত্রিপুরা।

মনে করা হচ্ছে, সুরমা বিধানসভার বিধায়ক আশিস দাস দ্রুত দলত্যাগ করবেন। সূত্রের খবর, অন্তত এক ডজন বিধায়ক সরকারপক্ষ ত্যাগ করতে চলেছেন। এরা সবাই বিদ্রোহী বিধায়ক বলে সুপরিচিত। তাদের দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে না সরালে জনগণের চোখে শত্রু হয়ে যেতে হবে।

বিদ্রোহী দলের নেতা ত্রিপুরার হেভিএয়েট নেতা সুদীপ রায়বর্মণ। তিনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। সুদীপবাবুর নেতৃত্বে গত বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় ততকালীন বিরোধী দল কংগ্রেস থেকে বেরিয়ে বিধায়করা তৃণমূল কংগ্রেসে গেছিলেন। পরে তারাই আবার যোগ দেন বিজেপিতে। নির্বাচনে টানা দু দশকের বামফ্রন্ট সরকারের পতন হয়। ক্ষমতায় আসে বিজেপি-আইপিএফটি জোট সরকার।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কর্মকাণ্ডের বিরুদ্ধে লাগাতার সরব হয়েছেন বিজেপির বহু বিধায়ক। ফলে সরকারের অভ্যন্তরে ভাঙন স্পষ্ট। আগামী বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নতুন করে সংগঠন তৈরিতে নজর দিয়েছে। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানান, চাইলে যে কোনও দিন ত্রিপুরায় সরকার ফেলে দিতে পারেন।