Trina Saha: রঙের উৎসবে নীল-তৃণার রঙিন প্ল্যান

trina-saha-holi

বসন্ত উৎসব বা হোলি, রঙের এমন সুন্দর উৎসবে কি করছেন টলিপাড়ার তারকা দম্পত্তি, আসুন জেনে নিই

Actress Sohini Sarkar did a photoshoot in open dress

   

প্রতিবছর বন্ধুবান্ধবদের সঙ্গে আমি আর নীল চুটিয়ে দোল খেলি। এবছরও তার অন্যথা হবে না। তবে প্রত্যেকটা দোলই আমরা বাইরে বাইরে কাটিয়েছি। তাই এ বার মনে হল বন্ধুদের বাড়িতে ডাকি। সেদিক থেকে দেখলে এ বারের দোলটা একটু আলাদা। বিয়ের পর এই প্রথম আমরা হোস্ট! অর্থাৎ অতিথি আপ্যায়নের দায়িত্ব আমাদের কাঁধে। আমাদের কাছের বন্ধুরা আজ বাড়িতে আসবে। ওদের সঙ্গে চুটিয়ে আড্ডা হবে। আর হবে খাওয়াদাওয়া। মেনুতে থাকছে পোলাও, মাটন, আমের চাটনি আর রাবড়ি। কাজের ব্যস্ততায় মন খুলে গল্প হয়নি অনেক দিন। রঙের উৎসবটা তাই ভালবাসার মানুষদের জন্য কাটাব।

Srabanti Chatterjee in search of marital happiness

গতকাল ইউটিউবে মুক্তি পেয়ে তৃণার ভিডিও অ্যালবাম ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’। যা দেখতে দেখতে ছাড়িয়েছে হাজারেরও গন্ডি। গানটি গেয়েছে শোভন।

গোটা মিউজিক ভিডিও জুড়ে একটা দোলের দিনের গল্প বোনা হয়েছে। প্রথমেই দেখানো হচ্ছে, নিজের বাড়িতে রয়েছে তৃণা। আলসেমি মাখা দিনে, আড়মোড়া ভেঙে উঠে বসছেন বিছানায়, তারপর সাজছেন উৎসবের দিনের মত করে। বাড়ি থেকে যখন নায়িকা বেরিয়ে আসছেন, রাস্তায় দোল খেলায় মেতেছে গোটা পাড়া। হলুদ ট্যাক্সি ডেকে তৃণা উঠে পড়েন সেখানে। পেরিয়ে যায় সাপের মত কালো রাস্তা। তৃণা পৌঁছে যান পুরনো এক বাড়ির সামনে।

তারপর উপহারের ঝুলি হাতে তৃণা ঢুকে পড়েন সেখানে। বাইরে লাগানো বোর্ড বলে দিচ্ছে, এটি একটি বৃদ্ধাশ্রম। সবার হাতে উপহার তুলে দেন তৃণা। আবির নিয়ে ছড়িয়ে দেন চারিদিকে। সবাই যেন তৃণাকে পেয়ে উচ্ছ্বসিত। একে অপরের সঙ্গে মেতে ওঠে আবির খেলায়। শেষমেশ তৃণার গালে আবির লাগিয়ে দেন এক বৃদ্ধা। তখন তৃণার মনে পড়ে যায় কোনও এক প্রিয়জনের কথা। সাদায় কালোয় যার বিশাল এক ছবি টাঙানো আছে তৃণার ঘরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন