Travel Guide: পুজোতে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের মহানন্দা অভয়ারণ্যে

Mahananda Wildlife Sanctuary

Travel Guide: করোনা সংক্রমণ ও বিধিনিষেধের জেরে করুণ অবস্থা ছিল সাধারণ মানুষের।  প্রায় সকলেই দীর্ঘ দিন ধরে ঘরবন্দি ছিলেন।  এবার পুজোর মরসুমে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা থাকলেও বিধিনিষেধ অনেকটাই কম। এবার অনেকেই ঠিক করে ফেলেছেন পুজোয় কোথাও বেড়াতে যাবেন ।তাই সময় নষ্ট না করে চটপট ঘুরে আসুন এই জায়গাটি থেকে ।‌

Advertisements

উত্তরবঙ্গের এক রয়েল বেঙ্গল টাইগারের ডেরাতে যেতেই পারেন । উত্তরবঙ্গের ডুয়ার্সে বেশ কয়েকটি জঙ্গল বা অভয়ারণ্য আছে । এরমধ্যে তিস্তা ও মহানন্দা নদীর তীরে এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত অত্যন্ত সুন্দর জঙ্গল মহানন্দা অভয়ারণ্য । দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার সময়ে আমরা যে রাস্তাটি ধরে যাই , সেটা সেবক হয়েই যায় । এই পথেই পড়ে মহানন্দা । শিলিগুড়ি থেকে মহানন্দা অভয়ারণ্যের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার ।

Mahananda Wildlife Sanctuary

Advertisements

নিউজলপাইগুড়ি স্টেশনে নেমে মাত্র আধঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় রয়েল বেঙ্গল টাইগারের ডেরাতে । এশীয় হাতি , ইন্ডিয়ান বাইসন , দেশী বন্য শুকর , হরিণ , চিতাবাঘ ও কালো পাহাড়ি ভাল্লুকের ও দেখা মেলে মহানন্দা বন্যপ্রানী অভয়ারণ্যে । এখানকার মূল আকর্ষণ অবশ্যই রয়েল বেঙ্গল টাইগার ।

মহানন্দা অভয়ারণ্য পুরো ঘুরে দেখতে সময় লাগে ঘন্টা দুয়েক । যদি কেউ থাকতে চান , তবে সেনাবাহিনীর বিশেষ অনুমতি নিয়ে হবে । দার্জিলিং বা কালিম্পং যাওয়ার বা ফেরার পথে এই জঙ্গল সাফারি করে নিতে পারেন । বছরের কমবেশি সব মরসুমেই আসা যায় মহানন্দা বন্যপ্রানী অভয়ারণ্যে ।