Tollywood Updates: দেবের বিপরীতে যমুনা ঢাকি

Sweta Bhattacharya now in dev movie

Tollywood Updates: নতুন ছবি ‘প্রজাপতি’-র হাত ধরেই শ্বেতার প্রথম টলিউড ডেবিউ হতে চলেছে। সেখানে একজন নয়, দুই প্রথম সারির তারকা। একজন টলিউডের, অপরজন বলিউড, টলিউড দুই জায়গারই। দেব ও মিঠুন চক্রবর্তীর।

শ্বেতা জানিয়েছেন, এই বছরের শেষে, বড়দিনের ছুটিতে মুক্তি পাবে তাঁদের নতুন ছবি প্রজাপতি। পরিচালক অভিজিৎ সেনের এই ছবি বাবা ও ছেলের সম্পর্কের গল্প বলবে। তবে ছবিতে যমুনার চরিত্র ঠিক কি তা এখনও জানা যায়নি। তবে এই ছবিতে ৪৬ বছর পরে মমতা শঙ্করের সঙ্গে ফের জুটি বাঁধলেন মিঠুন চক্রবর্তী। ‘মৃগয়া’-র পরে এটিই জুটি হিসেবে তাঁদের কাজ।

   

এই ছবির শ্যুটিং ফ্লোর থেকে ছবি ভাগ করে নিলেন শ্বেতা ভট্টাচার্য্য শ্যুটিং ফ্লোর থেকে ছবি ভাগ করে নিলেন শ্বেতা ভট্টাচার্য্য। এর আগে সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ক্ল্যাপস্টিকের সঙ্গে দেবতাদের মূর্তির ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্বেতা। অপর একটি ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছিল শ্বেতা, মিঠুন ও অতনু রায় চৌধুরী। ক্যাপশান এক নতুন পথ চলার শুরুর কথা লিখেছিলেন। সেইসঙ্গে জানিয়েছেন, তিনি আপ্লুত, উৎসাহিত ও আবেগপ্রবণ, কারণ প্রথম ছবিতেই তিনি মমতা শঙ্কর (Mamata Shankar), মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। প্রযোজক অতনু রায়কে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই ছবিতে তাঁকে সুযোগ করে দেওয়ার জন্য।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন