Tollywood: হারিয়ে যাওয়ার আগে স্বপ্নপূরণের পথে পায়েল

সমাজ যতই আধুনিক হোক না কেন, আজও নারীকে নিজের অধিকারের জন্য লড়াই করতে হয়। অধিকার না পেয়ে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন, এরফলে বহু প্রতিভা অকালেই হারিয়ে যায়। এমনই এক গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। ছবির নাম ‘হারিয়ে যাওয়ার আগে’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার,সুদীপ্তা চক্রবর্তী, সিলভিয়া সহ অন্যান্যরা।

Advertisements

ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন পরিচালক রাজা চন্দ। শুরু হয়েছে ছবির শ্যুটিং। ছবিতে এক গৃহবধূর চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে। ছবিতে দেখা যাবে ছোট থেকেই নাচে পারদর্শী ছিলেন পায়েল, কিন্তু বিয়ের পর তাকে স্বাদের নাচ ছাড়তে হয় শ্বশুর বাড়ির চাপে। পরবর্তী সময়ে তাঁর মেয়ের মধ্যেও নাচের প্রতিভা দেখে তিনি তাঁকে সবার থেকে লুকিয়ে নাচের প্রতিযোগিতায় অংশ নেওয়ায়। এরপর পায়েল কি পারবে মেয়ের অধিকারের জন্য লড়াই করতে নাকি বাস্তবকে মেনে নিয়ে লড়াই থেকে সরে যাবে,তা জানতে হলে ছবি মুক্তির জন্য অপেক্ষা করতেই হবে।

   
Advertisements