এক আউটফিটে কে বেশি উষ্ণতা ছড়াল?

অভিনয় জগতে প্রতিদিন নিত্যনতুন আউটফিটে দেখা যায় অভিনেত্রীদের। কখনো ব্র্যান্ড প্রোমোশন কখনো নিজস্ব সম্ভার । তবে একই জামা দুবার পরতে নারাজ নায়িকারা। প্রত্যেকেই মোটামুটি এই…

shubhashtee_sohini

short-samachar

অভিনয় জগতে প্রতিদিন নিত্যনতুন আউটফিটে দেখা যায় অভিনেত্রীদের। কখনো ব্র্যান্ড প্রোমোশন কখনো নিজস্ব সম্ভার । তবে একই জামা দুবার পরতে নারাজ নায়িকারা। প্রত্যেকেই মোটামুটি এই একটি ব্যাপারে খুবই রুটিন মেনে চলেন। সেক্ষেত্রে একই জামা দুজন পরবেন ?

   

সাধারণত এমন ঘটনা বিরল। তবে এমনই ঘটেছে অভিনেত্রী শ্রাবন্তী এবং সোহিনীর মধ্যে। কিছুদিন আগে ব্ল্যাকের ওপর কালারফুল প্রিন্টেড একটি জামা পরতে দেখা যায় শ্রাবন্তীকে ,ঠিক কিছুদিনের মাথায় সেই জামাই পরতে দেখা গেল সোহিনী কে ।

যদিও এ ঘটনাকে পুরোপুরি কাকতালীয় বলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। অতঃপর এই বিষয় নিয়ে তাদেরই মধ্যে কেউই এখন পর্যন্ত ওয়াকিবহাল নয়। তবে একই আউটফিটে কে বেশি উষ্ণতা ছড়াতে পারল তা বিচার করবে নেটিজেনরা।