Tollywood Gossip: “আমার আর শ্রাবন্তীর মধ্যে কোনো সম্পর্ক নেই”, প্রকাশ্যে শুভ্রজিৎ মিত্র

Srabanti Chatterjee and Shubhra pose for the camera

Tollywood Gossip: সাধারণ মানুষ বরাবরই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ ভাবে আগ্রহী, আর সেই তারকা যদি হয় শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti Chatterjee) মতো সুন্দরী তাহলে তো কথায় নেই। তারপর আবার টলি পাড়ার নটি গার্ল তিনি, তাই সাধারণ ভাবেই নেটিজেনদের নজরে তিনি বরাবরই থাকেন। সেই সাথে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সব সময় শিরোনামেই থেকেই, কারণ অভিনেত্রী এক পুরুষের বিশ্বাসী নন। শুধু তাই নয়, অন্যদিকে আবার সন্তানের বয়সী ছেলের সাথে বাসর ঘরে ফটো শুটের মতো ঘটনায় তিনি বারবার ভস্মে ঘি ঢেলেছেন।

তবে তিনি যে বর্তমানের টলি কুইন সে কথা অবশ্য সকলেই মানেন। তাঁর রূপের পাশপাশি ফিগারে বোল্ড গোটা পুরুষ জাতি। তাই বিশেষ করে পুরুষদের নজরে থাকেন তিনি, কিন্তু ভক্তদের পাশপাশি নাস্তিকের সংখ্যাও কিছু কম নয়। ঠিক সেই কারণেই মাঝে মধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে কটাক্ষের শিকার হন অভিনেত্রী। তবে যা রটে তা একটু হলেও ঘটে, আর ঠিক সেই কারণে কোনো ছেলের সাথে অভিনেত্রী ছবি শেয়ার করলেই সাধারণ মানুষ দুইয়ে দুইয়ে চার করে দেয়।

   

সম্প্রতি ঠিক সেই রকমই এক ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার পাতায় ঘোরাঘোরি করছিলো অভিনেত্রী নাকি এবার পরিচালক শুভ্রজিৎ মিত্রের প্রেমে পড়েছেন। তবে সে কথা অবশ্য প্রকাশ্যে অস্বীকার করলেন পরিচালক। তিনি বলেন, “আমাদের মধ্যে সেই রকম কোনো সম্পর্ক নেই, এই সব ফালতু কথা”। সম্প্রতি তাঁরা এক সিনেমায় স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আর তার পরেই মানুষের মুখে মুখে ঘুরতে থাকে তাঁদের নতুন কেমিস্ট্রির কথা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন