HomeEntertainmentTollywood gossip pillu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে ‘র‍্যাগিং’ করা হয় মেঘাকে!

Tollywood gossip pillu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে ‘র‍্যাগিং’ করা হয় মেঘাকে!

- Advertisement -

‘সারাক্ষণ আমার লেগপুল করে। আর লেগপুলটা এমন পর্যায়ে করে যে ওই র‍্যাগিংয়ের মতোই। কোনও কারণ ছাড়াই আমায় কেস খাইয়ে দেয়। সিরিয়াস সিনে এমন একটা এক্সপ্রেশন দিল যে আমার হাসি পেয়ে গেল। ডিরেক্টর রেগে যায়। কাউকে তো বলতেও পারছি না যে কেন হাসছি।’ পিলু (pillu) ধারাবাহিকের সহ-অভিনেতা গৌরব-এর ওপর এমনই অভিযোগ মেঘার। তবে শুধু গৌরব নয় পিলুর কথায়, এই লিস্টে রয়েছেন আমাদের অ্যাসিসটেন্ট ডিরেক্টর অভিজিৎদা। তিনিও মাঝেমধ্যেই লেগপুল করেন। হঠাৎ করেই বলে বসবেন পিলু ফোন ঘাঁটছে। আমি কিন্তু ফোন ঘাঁটছি না তখন।’

ওস্তাদজিকে ভালবাসে পিলু ডাকে দৈব, এর পেছনে রয়েছে মজার কারন 

   

তবে শুধু ওস্তাদজি লেগপুলিং করেন এমনটা নয়, ওস্তাদজিকে ভালবেসে পিলু একটা নামও দিয়েছে। দৈব! কেন এমন নাম! তাই ভাবছেন তো। পিলু বলেন, ‘ অন্যকে খাওয়ার খাওয়াতে পছন্দ করলে কি হবে ওস্তাদজি নিজে শুধু টকদই জলে গুলে খায়। আর এই কারনের নাম দিয়েছি দৈব।

দীপিকা থেকে ক্যাটরিনা, সোনাম-বলি ব্রাইডদের তাকে ছাড়া চলে না: মুখোমুখি ডলি জৈন 

ইন্ডাস্ট্রিতে নতুন বলেই কি পিছনে লাগেন গৌরব? অভিনেতার যদিও উত্তর, “ও যেন আরও ফ্লেক্সিবিল হয়ে যায়। যেন ভয় না পায়, সেই কারণেই ওর সঙ্গে এগুলো করা হয়।” প্রথম ধারাবাহিকেই বেশ জমে উঠেছে গৌরব ও মেঘার রসায়ন। মেঘা মছলন্দপুরের মেয়ে। সেখান থেকেই রিয়ালিটি শো ও ধারাবাহিক। হঠাৎ দেখা স্বপ্ন যেন সত্যি হয়ে উঠছে ক্রমশ। পাশে সহকর্মীরা তো রয়েইছেন। টিআরপি’র অঙ্কে যদিও এখনও পর্যন্ত প্রথম হওয়া হয়নি তাঁদের। তবে প্রথম ১০-এ থাকেন প্রতি সপ্তাহেই। এই মুহূর্তে ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী আহিরের সঙ্গে বিয়ে হয়েছে পিলুর। বাস্তবে রসায়ন কতটা জমাট বাঁধল সেই প্রশ্নই ভক্তদের মুখে মুখে।

 মিঠাই-সিডের সঙ্গে বাজিমাত করল উর্মি 

<

p style=”text-align: justify;”>এই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী যিনি এই ধারাবাহিকে আহিরের চরিত্রে অভিনয় করছেন। (Tollywood Gossip) নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মেঘা দাঁ, যিনি পিলুর চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রী ‘ডান্স বাংলা ডান্স’-এ খ্যাত। এই জুটিকে বেশ মানিয়েছে বলে জানিয়েছেন নেটিজেনরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular