ছেলেবেলার বান্ধবী সুপ্রিয়া মন্ডলের সঙ্গে বাঁধা আছে মনের গাঁটছাড়া। শুরু থেকেই সম্পর্ক নিয়ে খোলামেলা অদৃত রায়। ( Tollywood Gossip ) কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখতেই প্রথমে শোনা যায়, অভিনেত্রী দ্বিতিপ্রিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর এখন গুঞ্জন চলছে ‘মিঠাই’ ধারাবাহিকের ‘দিদিয়া’ কৌশাম্বীর সঙ্গে প্রেম করছেন উচ্ছেবাবু। তাছাড়া সুপ্রিয়া মন্ডলের আংটি বদলের পর অদৃত সঙ্গে কৌশাম্বীর নাম বেশি করে শোনা যাচ্ছে। কিন্তু সত্যিটা কি?
সেমি-লিভইন করছেন সোহিনি, কার সঙ্গে জানেন?
রানিমা হিসেবে দিতিপ্রিয়ার সফরের অন্তিম পর্বে ফেসবুকের দেওয়ালে দিতিপ্রিয়ার সঙ্গে তোলা নানা সময়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘একটা ইমোশ্যানাল দিন সকলের জন্য যাঁরা গত ৪ বছর ধরে করুণাময়ী রাণী রাসমণি দেখছে…. চলুন আজ রানিমা-কে আমরা অন্তিম বিদায় জানাই… দিতিপ্রিয়া রায় তোমার জন্য গর্বিত’। আদৃতের এই আবেগঘন পোস্টে সাড়া দিয়ে মন্তব্য করেছেন দিতিপ্রিয়াও তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এই কথাগুলো সত্যি অনুপ্রেরণা। শীঘ্রই দেখা হচ্ছে… ভালোবাসা’। এই পোস্টের পরই শোনা গিয়েছিল প্রেম করছেন অদৃত ও দ্বিতিপ্রিয়া। আর এখন নাম জড়িয়েছে কৌশাম্বীর সঙ্গে।
বাড়ির পুজোয় মনের মানুষের সঙ্গে শ্রাবন্তী
বিয়ে ভাঙা, প্রেম, সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন সীড। পরিষ্কার করে জানিয়েদিলেন, ‘ দ্বিতিপ্রিয়ার সঙ্গে কোনওদিন তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। ( Tollywood Gossip ) ঠিক তেমনই কৌশাম্বীর সঙ্গেও ভালবাসার সম্পর্ক নেই। তবে ‘মিঠাই’ সিরিয়ালে সবার সঙ্গে সবার খুব ভাল ও পরিষ্কার একটা সম্পর্ক রয়েছে। যারা আমাকে ও কৌশাম্বীকে নিয়ে এসব কথা ছড়াচ্ছেন তারা পরজীবি ছাড়া কিছু নয়। আমি চাইলে এর বিরুদ্ধে স্টেপ নিতে পারি। কিন্তু আমি মনে করি এইবিষয় গুলো এড়িয়া যাওয়াই ভাল’।
পর্দার বাইরে গভীর সম্পর্কে টিপু-রঞ্জিনী
শোনা গিয়েছিল গতবছর নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন অদৃত-সুপ্রিয়া। কিন্তু কোনও এক অজানা কারনে সে সম্পর্ক ভেঙে গিয়েছে। ( Tollywood Gossip ) অন্য কাউকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন সুপ্রিয়া। কেন এমনটা হল এবিষয় অদৃতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ আমি কখনও বলিনি আমি বিয়ে করছি। তাই বিয়ে ভাঙার প্রশ্ন আসছে না’।