Tollywood Buzz: উজানকে সরিয়ে আদৃত? মিঠাই শেষে জল্পনা তুঙ্গে

Tollywood Buzz: টেলিভিশন পর্দায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আদৃত রায়। তার সদ্য সমাপ্ত হওয়া ধারাবাহিক মিঠাই। অভিনেতা সর্বদাই আলোচনায় থাকেন।

Ujan Gangopadhyay

short-samachar

Tollywood Buzz: টেলিভিশন পর্দায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আদৃত রায়। তার সদ্য সমাপ্ত হওয়া ধারাবাহিক মিঠাই। অভিনেতা সর্বদাই আলোচনায় থাকেন। সেটা ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত। এবার ফের তাকে নিয়ে জল্পনা।

   

চাপানউতোর শোনা গিয়েছে যে এবার উজান গঙ্গোপাধ্যায়ের জায়গায় দেখা যাবে আদৃত রায়কে। এর আগে গুঞ্জন উঠেছিল পরিচালক অভিরূপ ঘোষের ছবিতে উজানের অভিনয় নিয়ে। লহমা ভট্যাচার্য নায়িকার ভূমিকায় অভিনয় করবে বলে জানা গিয়েছিল।

তবে এবার শোনা যাচ্ছে অন্য সুর। উজানের জায়গা নিচ্ছেন আদৃত এবং খোঁজ চলছে নায়িকার। তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ আদৃত। তার কাছ থেকে পাওয়া যায়নি কোনও উত্তর।

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল যে সৃজলা গুহের সঙ্গে নতুন ধারাবাহিকে দেখা যাবে আদৃতকে। তবে এই খবর অস্বীকার করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা আদৃত। তিনি জানান যে, তাঁকে নিয়ে মিথ্যে কথা রটেছে। তিনি বর্তমানে কোনও ধারাবাহিকে অভিনয় করছেন না।

ধারাবাহিকের পাশাপাশি এর আগে তাকে সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল। ২০১৮ সালে ‘নুরজাহান’ ছবির মধ্যে দিয়ে তার ডেবিউ হয়। এ ছাড়াও ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’র মতো ছবিতে তাকে দেখা গিয়েছে। তবে ওই দুটি ছবিতেই পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন আদৃত রায়।