ডিসেম্বরেই পুজোর মরশুম! ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে ‘অনন্য শারদীয়া’

Tollywood: 'Ananya Sharadiya' brings a different story

Tollywood: বাঙালির বারো মাসে তেরো পার্বণ চলেই। তাই এবার পূজোর রেশ কাটতে না কাটতেই আবার হাজির শারদীয়া। আসতে চলেছে পরিচালক সঞ্জয় দাসের পরবর্তী ছবি ‘অনন্য শারদীয়া’। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই ছবির কলাকুশলীরা।

Advertisements

ছবিটির গল্প হতে চলেছে একেবারে ভিন্ন স্বাদের। জানা যাচ্ছে, সমরেশ এবং তাঁর স্ত্রী কৃষ্ণা, যারা বহু বছর ধরে বিদেশে থাকেন দুর্গা পূজার সময় তাঁদের মেয়ে তাতানের সঙ্গে দেশে ফিরে আসেন। তাঁদের বাড়িতে আসার পরে সমরেশ তাঁর বড় ভাই শৈলেশের কাছ থেকে জানতে পারেন যে তাঁদের মা মারা গেছেন। বাড়িতে ফিরে সমরেশের অতীতের কথা সব মনে পরে। সে নস্টালজিক হয়ে পরে। শৈলেশ খারাপ মেজাজ এবং সন্দেহজনক স্বভাবের মানুষ।

   

Tollywood: 'Ananya Sharadiya' brings a different story

এদিকে দশমীর দিনে, সমরেশ তাঁর বৃদ্ধ এবং অন্ধ মাকে গঙ্গার ঘাটে ভিক্ষা করতে দেখেন। যখন ঘাটে তাঁদের বাড়ির দুর্গা মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। সমরেশ তাঁর মাকে বাড়িতে ফিরিয়ে আনে। অন্যদিকে শৈলেশকে পুলিশ গ্রেপ্তার করেন। কিন্তু কেন? আর এখানেই রয়েছে গল্পের টুইস্ট।

Advertisements

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিষেক সিং, রূপসা মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, পার্থ সারথি দেব, চন্দ্রাণী দাস, চৈতালি চক্রবর্তী, মৌমিতা বোস, গৌতম চক্রবর্তী, ইন্দ্রনীল গুহ চৌধুরী, তপতী মুন্সি, তিয়াশা সাহা সহ অন্যান্য।

ছবির শ্যুটিং-এ দারুণ মজাদার অভিজ্ঞতাও হয়েছে পুরো টিমের। সব মিলিয়ে ডিসেম্বরেই আবারও পূজো পূজো আমেজ পাবেন দর্শকরা এ বিষয়ে নিশ্চিত করলেন পরিচালক। আগামী ৯ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘অনন্য শারদীয়া’।