ওয়াইন-বেইজ রঙের গাউন থেকে ছড়িয়ে পড়ছে শরীরি আগুন। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-কে দেখে মুগ্ধ অনুরাগীরা। সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী, আর সেখান থেকেই কিছু ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার ছবি দেখে তাকে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা।
প্রিয়াঙ্কা সরকারের আগুন ঝরানো ছবিগুলো দেখেছেন? না দেখলে কিন্তু বিরাট মিস করবেন। ৭ টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সম্ভবত সবকটাই কোন ফোটোশুটের অংশ। ছবিগুলোতে প্রিয়ঙ্কাকে দেখা যাচ্ছে ওয়াইন-বেইজ রঙের অফ শোল্ডার গাউন পরে থাকতে। পিঠ রয়েছে খোলা যা দেখে পুরুষ অনুরাগীদের মন হয়ে উঠেছে উথালপাথাল। তাঁর পিঠ দিয়ে উঁকি দিচ্ছে A লেখা একটি ট্যাটু। টলিউডের এই নায়িকার এমন ছবি দেখে নেটপাড়া একেবারে সরগরম। ছবিগুলিতে স্পষ্ট যৌবন। তাই সম্পূর্ণভাবে কুপোকাত পুরুষ অনুরাগীরা।
View this post on Instagram
নতুন ছবি ঘোষণা করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। কিছু মাস আগেই মুক্তি পায় ‘আবার বিবাহ অভিযান।‘ এই ছবির পর ফের নতুন ছবিতে স্ক্রিন শেয়ার করবেন অঙ্কুশের সঙ্গে প্রিয়ঙ্কা। তথ্যচিত্র পরিচালক শৈবাল মুখোপাধ্যাযয়ের পরিচালিত ছবি ‘কুরবান’-এ হাসান এবং হিজলের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ-প্রিয়াঙ্কাকে। ছবি নিয়ে খুবই উৎসাহী অভিনেত্রী। সংবাদমাধ্যমকে প্রিয়ঙ্কা জানান, “‘আমি যখন স্ক্রিপ্টটা শুনি, গোটা লেখায় একটা সেনসিটিভ টাচ ছিল, যেটা আমার মন ছুঁয়ে যায়।”