Parambrata Chatterjee: তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর… ‘প্রাক্তন’কে জানিয়ে দিলেন পরমপিয়া

‘তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর..’ বিখ্যাত গানটি সমকালীন জীবনের কথা বলে। সেই গানই পরমপিয়া জুটি একসাথে এসে যেন নীরবেই  শুনিয়েছেন। এই গান পমব্রত চ্যাটার্জি (Parambrata Chatterjee) ও তাঁর নববিবাহিত স্ত্রী পিয়া। টলিউডে আজ থেকে তাঁরা ‘পরমপিয়া’।

টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রতের সঙ্গে বিবাহ সম্পূর্ণ হলো পিয়ার। চুপিসারে বিয়ে সারলেন এই জুটি। এর আগে এই জুটির বিষয় অনেক গুঞ্জন শোনা গেলেও আজ অবশেষে তারা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তারা রেজিস্ট্রি করে নিয়েছেন।

   

পরমব্রত তার এই বিশেষ দিনে পরেছেন অরেঞ্জ কালারের একটি পাঞ্জাবি সঙ্গে জহর কোট। এবং পরম কনে পড়েছেন লাল সাদা একটি শাড়ি।  জানা গিয়েছে খুবই কম সংখ্যক বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে তারা এই বিয়ে সারলেন।

বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন ছাড়া টলিউডের বিশেষ কাউকে এই বিবাহ অনুষ্ঠানে দেখা যায়নি তবে তার ব্যবসায়িক পার্টনার অরিত্র এই বিয়েতে উপস্থিত ছিলেন। তিনি বেরিয়ে গিয়েছেন তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

এই বিশেষ দিনে তাদের গোটা বাড়ি আলোকসজ্জায় সাজানো হয়েছে। এবং সন্ধ্যে নামার পর পরই পরিবারের লোকজন বন্ধু বান্ধবদের নিয়ে একটি ছোট পার্টির আয়োজন করা হয়েছে। শোনা গিয়েছে এই নব দম্পতি এখান থেকেই সেই গন্তব্য স্থানে পৌঁছাবেন। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীকে নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল।

এর মাঝে খবর রটে ছিল যে তারা জুলাই মাসে বিয়ে করছেন। তবে এই খবর পরবর্তীকালে সত্যি হয়নি। পরমব্রত নিজেই জানান যে তারা বিয়ে করছেন না। অবশেষে আজ কোনও এলাহী আয়োজন ছাড়াই একেবারে সাদামাটা ভাবে সাংসারিক জীবনে পদার্পণ করলেন পরমব্রত ও পিয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন