ফের উত্তপ্ত টলিপাড়া,বুধবার থেকে সব সিরিয়ালের শ্যুটিং বন্ধ?

ফের উত্তপ্ত টলিপাড়া (Tollygunge News)। এবারও সমস্যাটা সেই ডিরেক্টরস গিল্ডের সঙ্গে ফেডারেশনের। পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের (Bengali serial) সেটের কাজ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায়…

tollygunge-news-bengali-serial-shooting-may-be-stopped-due-to-technician-director-conflict

ফের উত্তপ্ত টলিপাড়া (Tollygunge News)। এবারও সমস্যাটা সেই ডিরেক্টরস গিল্ডের সঙ্গে ফেডারেশনের। পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের (Bengali serial) সেটের কাজ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই টেকনিশিয়ানরা ক্ষুব্ধ হয়ে কিছু সিরিয়ালের শ্যুটিং বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি না মানলে বুধবার থেকে আরও সিরিয়ালের শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর অনুযায়ী শ্রীজিৎ রায় (Srijit Roy) টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলায় এই পদক্ষেপ। টেকনিশিয়ানরা জানিয়েছেন সৃজিত তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং বাজে মন্তব্য করেছেন। এই কারণে তারা এই পদক্ষেপ নিয়েছেন। এই কারণেই তাঁরা শ্রীজিতের সঙ্গে কোনও কাজ করবেন না।  ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা দাসানি ওয়ান স্টুডিওয় যাচ্ছেন আজ।

   

এ প্রসঙ্গে পরিচালক শ্রীজিৎ রায় (Srijit Roy) ফেসবুক লাইভে এসে বলেছেন, “‘খুব খারাপ লাগছে। আমি ব্যারাকপুরের ছেলে। ইন্ডাস্ট্রিতে আমার কোনও দাদা-কানা নেই। খুব কষ্ট করে ২৫টা বছর ধীরে ধীরে এই জায়গায় পৌঁছেছি। অদ্ভুত কিছু কারণে আমকা আজ ফেসবুক লাইভে আসতে হল। আমি খুবই বিপদে। আমি আমার ছোট ভাই শৌভিক যে লেখে, দুজনেই সমস্যায়।”

তিনি আরও বলেন “গত ২৭ তারিখ থেকে আমার একটা নতুন সিরিয়ালের সেটের কাজ শুরু হয়েছিল। বেশ ভালোই কাজ চলছিল। হঠাৎ শনিবার থেকে একটা গণ্ডোগোলের আভাস আমার কানে আসতে শুরু করে। শুনি আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে। তার কারণ নাকি আমি এমন কোনও মন্তব্য করেছি, তাতে কিছু টেকনিশিয়ানের খারাপ লেগেছে। ’”

এই ঘটনার পরে টেকনিশিয়ানদের সমর্থন জানিয়ে পরিচালক সুদেষ্ণা রায় মন্তব্য করেন, “যেসব সমস্যার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, তারা কখনো কর্মবিরতি করবে না। আমরা চাই না যে সৃজিত বা জয়দীপের কাজ বন্ধ করা হোক। ক্ষমা চাওয়ার কী প্রয়োজন, কেউ তো কোনো অপরাধ করেনি। প্রথমে কৌশিকের ওপর কোপ পড়ল, পরে জয়দীপের।”