Nusrat beauti secre: সুন্দর রূপের আসল রহস্য ফাঁস করলেন টলি-তারকা

Nusrat Jahan

রূপচর্চা করতে কে না ভালোবাসে, তা সে কোনো সেলিব্রেটি হোক কিংবা সাধারণ মানুষ। রূপচর্চা মানুষ শুধু নিজেকে সুন্দর করে তোলার জন্যই করে না বড়ই নিজের ত্বকের সুন্দর-সুস্থ-স্বাভাবিকতা বজায় রাখার জন্যও অনেকে রূপচর্চা করে। তেমনই এক টলিউড তারকাকে দেখা যাচ্ছে তার নিজের রূপচর্চা করতে।

অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan ) তার দর্শকদের সাথে নিত্যনৈমিত্তিক রূপচর্চার টিপস শেয়ার করলো দর্শকদের সাথে একটি ছোট্ট ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, নুসরাত একটি পাত্রে অর্ধেক পাতিলেবু, সিদ্ধ আলু এবং টমেটো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিশ্রণটির মধ্যে অল্প দুধ, হলুদ গুঁড়ো ও হাফ চামচ বেসন দিয়ে ফেসপ্যাক তৈরি করে সপ্তাহে দুবার মুখে মাখলে ত্বক হয়ে উঠবে সুন্দর ও উজ্জ্বল।

   

ফেসপ্যাকটি তোলার সময় ঠান্ডা দুধ ও হলুদ সহযোগে ত্বকের ওপর হালকা স্ক্রাবিং করে ধুয়ে ফেলতে হবে। এই ভিডিওর দ্বারা অভিনেত্রী বোঝাতে চেয়েছে এই ফেসপ্যাকটি মাখলে আপনার কোনো ফটো কিংবা ভিডিও তোলার সময় কোনো ফিল্টারের প্রয়োজন হবে না। এই ভিডিওটিতে কেউ কেউ কমেন্ট করে বলেছেন, ” থ্যাংক ইউ নুসরাত জাহান ফর শেয়ারিং ইউর সিক্রেট স্কিন কেয়ার টিপস” আবার কেউ বিদ্রুপ সহকারে বলেছেন ” মমতা ব্যানার্জি কো বোলো ইয়ে সাব দেনে কে লিয়ে”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন