Job Scam: ফের ইডি জেরা, নিজের লড়াই নিজে করব বললেন সায়নী ঘোষ

ফের ইডি আধিকারিকদের মুখোমুখি হবেন সায়নী ঘোষ। শুক্রবার ১১ ঘণ্টা জেরার পর ’২৪ ঘণ্টার জন্য তৈরি’ রয়েছেন তৃণমূলের যুবনেত্রী। ইডির পুনরায় তলব নিয়ে প্রতিক্রিয়া সায়নীর।…

ফের ইডি আধিকারিকদের মুখোমুখি হবেন সায়নী ঘোষ। শুক্রবার ১১ ঘণ্টা জেরার পর ’২৪ ঘণ্টার জন্য তৈরি’ রয়েছেন তৃণমূলের যুবনেত্রী। ইডির পুনরায় তলব নিয়ে প্রতিক্রিয়া সায়নীর। সংবাদমাধ্যমে সায়নী বলেন, “আমি যুব সভানেত্রী, আমি যাব না, সেটা হয়? ১১ ঘণ্টা কেন, ২৪ ঘণ্টার জন্য তৈরি আছি…।“

তৃণমূলের যুবনেত্রী জানান যে দল তার পাশেই আছে এবং তিনিও দলের সঙ্গে আছেন। সায়নী বলেন, “আমার দল আমার সঙ্গে আছে, আমিও দলের সঙ্গে আছি। আমি এমনিতেই ‘বোল্ড পার্সন’।“

শুক্রবার নির্ধারিত সময়ের আগেই ইডি দফতরে প্রবেশ করেন সায়নী। বেলা ১২ টা থেকে শুরু হয় ম্যারাথন জেরা। প্রায় ১১ ঘণ্টা শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন যুবনেত্রী। তখন পেরিয়ে গিয়েছে রাত ১০;৩০ টা। ১১ ঘন্টা ইডি জেরা নিয়ে সায়নীকে ইতিবাচক মন্তব্য করতে শোনা গেল। তিনি জানান, “আমার কাছে খুব প্রাথমিক তথ্য চায় ইডি। আমাকে কোনও কিছুর জন্য চাপ দেওয়া হয়নি…।“

এরপর ইডির ফের তলব নিয়ে সায়নী বলেন, “আমি যুব সভানেত্রী, আমি যাব না, সেটা হয়? ১১ ঘণ্টা কেন, ২৪ ঘণ্টার জন্য তৈরি আছি…।“

তবে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেন তিনি। সায়নী বলেন, “নিজের মুখে এত কিছু বলতে চাই না। তবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়তে গেলে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়।“

তৃণমূল কংগ্রেস (TMC) যুবনেত্রী ও টলিউড নায়িকা সায়নী ঘোষকে (Saayoni Ghosh) ফের জেরা করবে (ED) ইডি। প্রথম জেরায় তার বয়ানে মিলেছে বিস্তর অসঙ্গতি। তার ভিত্তিতে আগামী ৫ জুলাই সায়নীকে আবার হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। নিয়োগ দুর্নীতির তদন্তে (Job Scam) তৃ়ণমূল যুবনেত্রী বিপুল আর্থিক সম্পত্তি ও ‘কানেকশন’ নিয়ে সন্দেহ মেটেনি কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির।