Tithi Basu: প্রেমে তিনি কুকুরের ল্যাজের মতন! নিজেকে এমন কেন বললেন তিথি

Tithi Basu

Tithi Basu: ‘আমি অনেক শিক্ষা পেয়েছি জীবনে। ওই সাড়ে চার বছরের সম্পর্কে বহুত শিক্ষা পেয়েছি। আমি ওই সম্পর্কে থেকে বুঝে গেছি একটা যে সম্পর্কে থাকতে গেলে কী কী করা উচিত আর কী কী করা উচিত না। কিন্তু আমি যদি আবার কাউকে ভালোবেসে ফেলি আমি আবার সেই একই জিনিসটা করব। আমি খুব ইমোশনাল, আমি সম্পর্ককে আমার ইমোশনকে ইনভেস্ট করি। আমি ওরম মাথা দিয়ে পারি না।’ এর সঙ্গেই তিথি বলেন, ‘কুকুরের ল্যাজ দেখেছ, আমি ঠিক সেটাই।’

Advertisements

আসলে ভালোবাসার সপ্তাহে হাজারো প্রেমের গল্প উঠে আসছে। এরই মধ্যে একটি হল মা সিরিয়ালের নায়িকা ঝিলিক ওরফে তিথি বসুর বাস্তব জীবনের গল্প। প্রেমে প্রসঙ্গে এদিন তিনি বললেন, ‘আমি যদি কাউকে ভালোবেসে ফেলি এবং তার থেকেও সেই একই সাড়া পাই আমি জানি আমি আবার একই ভুল করব। কিন্তু এটা নির্ভর করছে যে সে কীভাবে রিঅ্যাক্ট করছে। সে কতটা গুরুত্ব দিচ্ছে। যদি গুরত্ব দেয় তাহলে ভাবব না যে ভুল করেছি। যদি গুরুত্ব না দেয় তখন ভাবব যে কেন এত কিছু করলাম, ধুর!’

উল্লেখ্য, এই মুহূর্তে পড়াশোনা আর নিজস্ব ব্লগ নিয়েই ব্যস্ত রয়েছেন তিথি। সিরিয়াল এখন আর করেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক একটিভ। খেতে ভালোবাসেন খুব। তাই সেই সমস্ত নিয়েই ব্লগ বানাতে দেখা যায় অভিনেত্রীকে। এদিনের সাক্ষাৎকারে প্রেম প্রসঙ্গে তিথির উক্তি শুনে একজন ব্যবহারকারী লিখলেন, একদম ঠিক বলেছেন, আমরা সত্যিই কুকুরের ল্যাজম কোনওদিন শুধরাব না।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sumanta Dey (@thesumantadey)