HomeEntertainmentরাজনীতিকে সঙ্গে রেখেই অভিনেত্রী সায়নীর ‘বড়’ সিদ্ধান্ত

রাজনীতিকে সঙ্গে রেখেই অভিনেত্রী সায়নীর ‘বড়’ সিদ্ধান্ত

- Advertisement -

বায়োস্কোপ ডেস্ক: একজন অভিনেত্রী আর একজন পরিচালক। ছবি তৈরির সময় তাঁদের এটুকু পরিচয়ই যথেষ্ট। একথা একশো শতাংশ সত্য। তবে একুশের নির্বাচনের আগে একসময়ের ‘বামপন্থী’ মনস্ক সায়নী ঘোষ তৃণমূলে যোগদান করে নির্বাচনের টিকিট পান। তখন থেকেই সায়নীকে নিয়ে বিতর্ক শুরু হয় নানা মহলে।

পুরনো কাসুন্দি ঘেঁটে লোকে তুলে আনেন অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’ ছবির প্রর্দশন বন্ধ করার পর ছবির টিমের আন্দোলনের কথা। সেই আন্দোলনে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সায়নীও। তবে এই মুহূর্তে এসব পুরনো বিতর্ক ভুলে শুধু অভিনয়ের জন্যই অনীক দত্তের ছবিতে কামব্যাক করে ফেললেন অভিনেত্রী সায়নী ঘোষ। এক্ষেত্রে অনীক শুধুই পরিচালক আর সায়নী শুধুই অভিনেত্রী!

   

পরিচালক অনীক দত্ত তৈরি করছেন ‘অপরাজিত’। ছবির নাম শুনে অনেকেই মনে করেছিলেন অনীক দত্ত সত্যজিৎ রায়ের বায়োপিক বানাচ্ছেন। তবে তিনি জানিয়েছিলেন, তাঁর এই ছবি একেবারেই সত্যজিতের বায়োপিক নয়। বরং, ‘পথের পাঁচালী’ ছবিটি করার সময় এবং সত্যজিৎ রায়ের লড়াই থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। ছবির প্রেক্ষাপট ১৯৫৫ সাল।

অনীকের এই ছবিতেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সায়নী ঘোষকে। ছবিতে বিমলা রায় নামে এক মহিলা চরিত্রে দেখা যাবে তাঁকে। সংবাদমাধ্যমে সায়নী জানিয়েছেন, ‘আমার এই চরিত্র সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের ছায়াতেই তৈরি হবে। যেহেতু এই ছবি বায়োপিক নয়, সেহেতু বিমলা রায় আসলে বিজয়া রায়, তা বলা যাবে না। তাই এই চরিত্রে অভিনয় করার সময় অবশ্যই আমার নিজস্বতা থাকবে।’

অনীক দত্তের সঙ্গে আগেও কাজ করেছেন সায়নী। তাই অনীক ঠিক কীরকম কাজ চান, তা অভিনেত্রী জানেন। সায়নীর কথায়, ‘অনীকদা দুর্দান্ত গাইড করেন। তাই এই চরিত্রের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’

সায়নী এখন তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ মুখ। তাই রাজনীতির সঙ্গে সিনেমার শুটিং থাকায়, কাজের চাপটা যে একটু বেড়ে যাবে সেটাই স্বাভাবিক। তবে সায়নীর কথায়, ‘দুটো দিককে সামলাতে আমি জানি। কাজ আর রাজনীতি দুই ক্ষেত্রেই সমান মনযোগ থাকবে।’

সায়নীর বিপরীতে দেখা যাবে অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। সেপ্টেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং। কয়েকদিন আগে অনীক দত্ত তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শিল্পীদের স্ক্রিপ্ট রিডিং সেশনের ছবিও।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular