Zee Bangla: বন্ধ হতে চলেছে জি বাংলার বেশ কয়েকধারাবাহিক

বাংলা ধারাবাহিক মানেই দীর্ঘ লম্বা এক যাত্রা, যা কখনো সুমধুর হয় কখনো আবার মানুষকে বোর করে তোলে । আর যখনই মানুষের একঘেয়েমি মনে হয় তখনই…

serial of Zee Bangla

বাংলা ধারাবাহিক মানেই দীর্ঘ লম্বা এক যাত্রা, যা কখনো সুমধুর হয় কখনো আবার মানুষকে বোর করে তোলে । আর যখনই মানুষের একঘেয়েমি মনে হয় তখনই চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিক । ঠিক যেমনটা হতে চলেছে জি বাংলার (Zee Bangla) একাধিক ধারাবাহিকের সাথে। বন্ধ হতে চলেছে জি বাংলার একাধিক ধারাবাহিক। জানা যাচ্ছে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে জি বাংলার “পিলু” ধারাবাহিক।

সাধারণত কোন ধারাবাহিক জনপ্রিয়তা হারালে তার টাইম স্লট পরিবর্তন করে দেয়া হয়। আর তাতেও যদি তা পুরনো জনপ্রিয়তা ফিরে না পায় তাহলে চিরদিনের মতো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে জানা গিয়েছিল যে মিথাইয়ের সময় চেঞ্জ হচ্ছে। তার অন্যতম কারণ জল্পনা হিসেবে ধরা গিয়েছিল মিঠাইয়ের দীর্ঘদিন ধরে টিআরপি রেটিং তালিকায় প্রথম পাঁচে না থাকতে পারা৷

তবে এবার জানা যাচ্ছে “মিঠাই ” এর সময় দেওয়া হয়েছে পিলুর জায়গায় অর্থাৎ সন্ধে ছটায় ,সেই সময়ে জি বাংলার পর্দায় দেখা যেত “পিলু” ধারাবাহিক।যার সময় পরিবর্তন হওয়ার কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। জানা যাচ্ছে, আগামী ১৩ই নভেম্বর “পিলু “র অন্তিম পর্ব সম্প্রচারিত হবে। পুরোন জনপ্রিয়তা হারাতে এই সিদ্ধান্ত নেয় পরিচালক।

Advertisements

অন্যদিকে গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ঠিক একই কারণে খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে জি বাংলা র অন্যতম প্রিয় ধারাবাহিক “মিঠাই” যদিও এখনো পর্যন্ত অন্তিম সিদ্ধান্ত নেয়া হয়নি “মিঠাই” বন্ধ করার ।