বলিউডের (Bollywood) সঙ্গে কে আর কে ওরফে কামাল.আর.খানের সম্পর্কটা যে একেবারে আদায় কাঁচকলায় তা এতদিনে জেনে গিয়েছেন সকলে। বলিউডের এমন কোনও তারকা নেই যাকে রোস্ট করে ধুয়ে দেননি বলিউডের এই স্বঘোষিত সমালোচক। শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে আমির খান, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, করণ জোহর (Karan Johar) পর্যন্ত কামাল আর খানের নিশানা থেকে বাদ পড়েন না।
নেপোটিজম বিতর্কে প্রতিনিয়ত করণ জোহরকে নিশানা করেন কেআরকে। করণের প্রতি তার মনোভাব দেখলে মনে হয় যেন তার জীবনের সবথেকে বড় শত্রুই হলেন বলিউডের এই বিতর্কিত প্রযোজক। অথচ এই কেআরকেই নাকি একসময় নিজের লিঙ্গ পরিবর্তন করে করণ জোহারকে বিয়ে করতে চেয়েছিলেন! সম্প্রতি তার একটি পুরনো টুইটকে হাতিয়ার করে তাকেই বিঁধছেন নেটিজেনরা।
জানা যায়, ২০১২ সালে কামাল আর খান একটি মন্তব্য করেছিলেন টুইটারে। সেখানে তিনি লিখেছিলেন যদি নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করবেন এবং করণ জোহরকে বিয়ে করবেন। তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। আজ এত বছর বাদে এসে তার সেই পুরনো টুইট ভাইরাল হল আবার।
২০১২ সালের ডিসেম্বর মাস নাগাদ কামাল আর খান মন্তব্য করলেন, “আমি চ্যালেঞ্জ নিলাম যদি মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে আমি নিজের লিঙ্গ পরিবর্তন করে করণ জোহরকে বিয়ে করব।” ২০১৪ সালে লোকসভা নির্বাচনে সত্যি সত্যিই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কিন্তু তখন কামাল আর খান তার পুরনো চ্যালেঞ্জের কথা অস্বীকার করে যান।
RT @kamaalrkhan It's my challenge tat if Modi ji will become PM of India then I shall do sex change and marry with Karan Johar. (Dec 2012)
— Mangalam Maloo (@blitzkreigm) May 16, 2014
উল্টে সেইসময় তিনি দাবি করেছিলেন যে, তিনি কখনও লিঙ্গ পরিবর্তন করে করণ জোহারকে বিয়ে করার কথা বলেননি। একটি ফেক অ্যাকাউন্ট থেকে তার নামে এই টুইট করা হয়েছিল। তিনি টুইট করেছিলেন যে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে তিনি ভারত ছেড়ে চলে যাবেন। এরপর কেআরকে আরেকটি টুইট করে জানিয়েছিলেন, “মোদীজি জিতে গিয়েছেন এবং আমি কথামত ভারত ছাড়ছি। চিরকালের মত বিদায় ভারত। আমি নিজের দেশ এবং এখানকার মিষ্টি মানুষদের মিস করব।”
তার এই পুরনো টুইট আবার চোখে পড়তেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে চরম সমালোচনা। প্রধানমন্ত্রীকে জড়িয়ে করণ জোহরের এই পুরনো মন্তব্যের কারণে তার উপর বেজায় চটেছেন নেটিজেনরা