Bollywood: বলিউডের এই অভিনেত্রীরা তাদের স্বামীর থেকেও বড়লোক

বলিউডের (Bollywood) তারকাদের মধ্যে অনেকেই বাস্তবে জুটি বেঁধেছেন। আজ আপনাদের বলিউডের এমন কিছু অভিনেত্রীদের সম্পর্কে জানাবো যারা নিজের বরের থেকেও বেশি বড়লোক সম্পত্তির দিক থেকে।…

These Bollywood actresses are richer than their husbands

short-samachar

বলিউডের (Bollywood) তারকাদের মধ্যে অনেকেই বাস্তবে জুটি বেঁধেছেন। আজ আপনাদের বলিউডের এমন কিছু অভিনেত্রীদের সম্পর্কে জানাবো যারা নিজের বরের থেকেও বেশি বড়লোক সম্পত্তির দিক থেকে। তবে স্বামী-স্ত্রীর সম্পর্কে কিন্তু এসবের আঁচ লাগেনি। আসুন জেনে নেওয়া যাক সেই সব বলি নায়িকাদের নাম।

   

দীপিকা পাডুকোন: বলিউডের পাওয়ার কাপল বলতে দীপিকা রণবীরের নাম আসবেই আসবে। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন দুজনের কেমিস্ট্রি সর্বদাই লক্ষ্যণীয়। অভিনেতা রণবীর কাপুরের সম্পত্তির পরিমাণ ৩০৭ কোটি টাকা। সেখানে দীপিকা পাডুকোনে ৩১৬ কোটি টাকার মালকিন।

ঐশ্বর্য রাই বচ্চন: বলিউডের দম্পতিদের মধ্যে অন্যতম অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। সম্পর্ক ভাঙার যুগে দুজনের দাম্পত্য অনেকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। যেমনটা জানা যায় অভিষেক বচ্চনের মোট সম্পত্তির পরিমান প্রায় ২০৩ কোটি টাকা। অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চন ২২৭ কোটি টাকার মালকিন।

ক্যাটরিনা কাইফ: বলিউডের জনপ্রিয় জুটি ভিকি-ক্যাটরিনা। সম্পত্তির দিক থেকেই ভিকির থেকে অনেকটা এগিয়ে ক্যাটরিনা। ভিকি কৌশল বলিউডে অপেক্ষাকৃতভাবে নতুন। তবে ইতিমধ্যেই প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। অন্যদিকে ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ প্রায় ২২৪ কোটি টাকা।

বিপাশা বসু: বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসু। অভিনেত্রী ২০১৬ সালে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে অভিনয়ের জগতে খুব একটা দেখা মেলেনি অভিনেত্রীর। জানলে অবাক হবেন বিপাশা বসুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১৩ কোটি টাকা যেখানে করণ সিং গ্রোভার ১৩ কোটি টাকার মালিক।