পরীমণির বিছানায় রক্তের দাগ। ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। কী ঘটেছে ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী শামসুন্নার স্মৃতি পরীমণির (Porimoni) বিছানায় কেন রক্তের দাগ?
বছরের শেষ দিনে বোমা ফাটিয়েছিলেন পরীমণি। ফেসবুকে দিয়েছিলেন, রাজের সঙ্গে সংসার ভেঙে যাচ্ছে। শনিবার জানান, অভিনেতা রাজকে ডিভোর্স লেটার পাঠাবেন। তবে রাতেই জানিয়েছিলেন মান অভিমান ভুলে আবারও রাজের সঙ্গে আছে। এর পরেই বিছানায় রক্তের দাগ দিয়ে ছবি।
দুটি ছবি শেয়ার করেছেন পরীমণি৷ বিছানা ও বালিশ রক্তে মাখা। ছবি দুটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। রবিবার সকাল থেকে সরগরম বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ চলচ্চিত্র মহল। ঢালিউডের পাশাপাশি টলিউডে খুবই পরিচিত পরীমণি।
পরীমণি বলেছেন সাংবাদিক সম্মেলন করবেন। এতে বিতর্ক আরও বাড়ছে। মাদক কারবারে অভিযুক্ত, জেলে যাওয়া, বারবার বিচ্ছেদ, বারবার বিয়ে আর সর্বশেষ বিয়ের আগেই সন্তান ধারণ সবমিলে পরীমণি বিতর্কের কেন্দ্রে থাকেন।