দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে আসছে ওয়ার ছবির সিক্যুয়াল। সেই মতো শুরু হয়েছে ছবির শুটিং। ইতালিতে ছবির শুটিংয়ের মাঝে ফাঁস হল কিছু দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে হৃতিক এবং কিয়ারা একটি রোমান্টিক দৃশ্য শুট করছেন। সেই মুহূতের ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।
যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই ছবি ওয়ার ২ (War 2)। এই ছবির হাত ধরে প্রথমবার জুটি বাঁধবেন হৃতিক এবং কিয়ারা।
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্রহ্মাস্ত্র খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ছবিতে হৃতিক ও কিয়ারা পাশাপাশি দেখা মিলবে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে।
কিছুদিন আগে ছবির অ্যাকশন দৃশ্য ফাঁস হয়েছিল এবার রোমান্টিক দৃশ্য ফাঁস হয়েছে যা দেখে উচ্ছেসিত দর্শকেরা। হৃতিকের একটি ফ্যান পেজ থেকে এই দৃশ্যের ছবি এবং ভিডিও গুলো পোস্ট করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তি পায় ওয়ার । ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। ওয়ার ছবির পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং বাণী কাপুর ।