Saturday, December 6, 2025
HomeEntertainmentবিনোদন জগতে ফের শোকের ছায়া! প্রয়াত হলেন রাজেন্দ্র কন্যা গায়েত্রী

বিনোদন জগতে ফের শোকের ছায়া! প্রয়াত হলেন রাজেন্দ্র কন্যা গায়েত্রী

- Advertisement -

পুজোর আগেই শোকের ছায়া তেলেগু ইন্ডাস্ট্রিতে । প্রয়াত হলেন রাজেন্দ্র প্রসাদের (Rajendra Prasad) কন্যা গায়েত্রী৷ মৃত্যুর সময় গায়েত্রীর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। ঘটনার পর থেকে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।জানা গিয়েছে শুক্রবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয় গায়েত্রী। এর পর দ্রুত তাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসার সময় তিনি প্রাণ হারান।

Advertisements

তেলেগু সিনেমায় রাজেন্দ্র প্রসাদের (Rajendra Prasad) অবদান উল্লেখযোগ্য , তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তার মেয়ে গায়ত্রী বিবাহিত ছিলেন এবং তার একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে । মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সন্তানরা।

   

এর আগে রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prasad) তার মেয়ের সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবন হয়ে পড়েছিলেন । অভিনেতা জানান, প্রেমে করে বিবাহের কারণে বেশ কয়েক বছর ধরে তিনি তাঁর কন্যার থেকে দূরে ছিলেন, কিন্তু সম্প্রতি বাবা এবং মেয়ের মধ্যে সম্পর্ক ঠিক হয়েছিল । অভিনেতা আরও বলেন , তিনি গায়ত্রীর মধ্যে তার মায়ের ছায়া দেখতে পান, কারণ তিনি তাকে অল্পবয়সে হারিয়েছিলেন।

জানা গিয়েছে আজ হায়দ্রাবাদে বিকাল ৩ টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। গায়েত্রীর অকাল প্রয়ানে গভীর শোকের ছায়া গোটা পরিবারে । একই সঙ্গে পরিবারে প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বন্ধু এবং অনুরাগীরা।অভিনেতা জুনিয়র এনটিআর তার সমাজ মাধ্যমে সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘রাজেন্দ্র প্রসাদের মেয়ে গায়েত্রী আমার খুব প্রিয় ছিল। তাঁর মৃত্যু সংবাদ শুনে আমার খুবই দুঃখ হচ্ছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। রাজেন্দ্র প্রসাদ এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

 

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular