কলকাতা: ১৯৪৬-এর কলকাতা দাঙ্গার প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ ঘিরে তৈরি হল বিতর্ক। শনিবার বিকেলে শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হলেও শেষ মুহূর্তে পুলিশ তা বন্ধ করে দেয় বলে অভিযোগ তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
পুলিশের ভূমিকায় প্রশ্ন
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, নির্ধারিত ভেন্যুতে উপস্থিত পুলিশ কর্মীরা কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে অগ্নিহোত্রীর দাবি, “যদি এটাকে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ না বলা হয়, তবে আর কাকে বলা হবে? আপনার রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এ কারণেই সারা দেশ ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর পাশে দাঁড়াচ্ছে।”
“তার জবাব কেউ দেয়নি” The Bengal Files trailer launch stopped
অগ্নিহোত্রীর অভিযোগ, কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে অনুষ্ঠানস্থলের সব তার কেটে দেন। “কোনও নির্দেশে এটা হচ্ছে, তা আমি জানি না। কিন্তু আপনারা জানেন, কারা আড়ালে রয়েছে। সমস্ত টেস্ট-ট্রায়ালের পর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অথচ হোটেল কর্তৃপক্ষও বলতে পারছে না কেন আমাদের অনুষ্ঠান চালাতে দেওয়া হল না,” ক্ষোভপ্রকাশ করেন তিনি।
আগে থেকেই চাপের অভিযোগ
এর আগের দিনই অগ্নিহোত্রী এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করা ভিডিওতে অভিযোগ করেছিলেন, একটি বড় সিনেমা চেইন রাজনৈতিক চাপের কারণে তাঁর ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বাতিল করেছে।
পল্লবী জোশীর ক্ষোভ
শুধু পরিচালক নন, অভিনেত্রী পল্লবী জোশীও সমান ক্ষোভ প্রকাশ করেছেন। ANI-কে তিনি বলেন, “আমার ছবিকে যেভাবে আটকে দেওয়া হয়েছে, সেটা আমি একেবারেই মেনে নিতে পারছি না। এই রাজ্যে কি মতপ্রকাশের স্বাধীনতা আছে? চলচ্চিত্রকার হিসেবে আমরা আমাদের কাজ দর্শকদের দেখাতে পারছি না। কীসের ভয় পাচ্ছেন তাঁরা? এমন ঘটনা তো কাশ্মীরেও ঘটেনি। তাহলে কি ধরে নেওয়া যায়, কাশ্মীরের অবস্থা আজকের বাংলার চেয়ে ভালো?”
তিনি আরও যোগ করেন, “আজ বাংলায় কী ঘটছে, তা দেখুন। আর এই কারণেই ‘দ্য বেঙ্গল ফাইলস’ গুরুত্বপূর্ণ। আমি চাই দেশের প্রতিটি মানুষ এই ছবি দেখুক, বাংলার সত্যিটা জানুক। শিল্পীদের সম্মান দেওয়া রাজ্যের দায়িত্ব।”
মুক্তির দিন ঠিক
উল্লেখ্য, ১৯৪০-এর দশকে অবিভক্ত বাংলার সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে নির্মিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Entertainment: Filmmaker Vivek Agnihotri claims the trailer launch of his film, ‘The Bengal Files,’ was shut down by police at a Kolkata hotel. He, along with actress Pallavi Joshi, slammed the move as an attack on freedom of expression, sparking a major controversy.