বিজয়ের বাড়িতে বোমা! চেন্নাইয়ে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

6 Crore Voters at Stake: Vijay Seeks Reforms in Tamil Nadu’s SIR System

চেন্নাই, ৯ অক্টোবর: তামিল সুপারস্টার তথা রাজনীতিক বিজয়ের চেন্নাইয়ের (Vijay) বাসভবনে রয়েছে বোমা। এই হুমকির ফোন পেয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই হুমকি আসে তামিলনাড়ুর নীলাঙ্গারাইয়ে অবস্থিত বিজয়ের বাড়িকে কেন্দ্র করে। ফোনটি আসে কন্যাকুমারী এলাকা থেকে, যেখানে এক ব্যক্তি ফোন করে বলেন, “ভবিষ্যতে যদি বিজয় কোনও জনসভা করেন, তাহলে তাঁর বাড়িতে বোমা রাখা হবে।”

Advertisements

এই হুমকির পরিপ্রেক্ষিতে চেন্নাই পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে। হুমকিদাতার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। নীলাঙ্গারাইয়ে বিজয়ের বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বম্ব স্কোয়াড, গোয়েন্দা বিভাগ ও টেকনিক্যাল টিম একযোগে তদন্ত চালাচ্ছে।

   

এই বোমার হুমকি আসে ঠিক এমন এক সময়, যখন বিজয় সম্প্রতি কারুর জেলায় একটি রাজনৈতিক জনসভা করেছিলেন, যা ভয়াবহ পদদলনের কারণে মর্মান্তিক পরিণতি নেয়। ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, আতঙ্কিত মানুষ ভিড়ের চাপে দমবন্ধ হয়ে পড়ছেন।

Advertisements

এই মর্মান্তিক ঘটনার পর বিজয় নিজে উদ্যোগ নিয়ে একাধিক নিহত ব্যক্তির পরিবারকে ভিডিও কলের মাধ্যমে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “আমি আপনাদের পাশে আছি। এই দুঃখের সময়ে আমি আপনাদের সঙ্গে আছি। আমি শিগগিরই ব্যক্তিগতভাবে দেখা করব।” তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, তাঁর পক্ষ থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।