জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন টেলি অভিনেতা নীল

জন্মদিন মানেই আজ আপনার দিন। মানে আপনি রাজা। আর সেখানেই নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় (social media) আগুন ধরালেন নীল (Neel)। ইনস্টাগ্রামে ভুল ভুলাইয়া গানে কোমর…

Tele actor Neel caught fire on social media on his birthday

জন্মদিন মানেই আজ আপনার দিন। মানে আপনি রাজা। আর সেখানেই নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় (social media) আগুন ধরালেন নীল (Neel)। ইনস্টাগ্রামে ভুল ভুলাইয়া গানে কোমর দেলালেন নীল। পরনে গোলাপী পোশাক, নেচে কুদে অস্থির অভিনেতা। নিজের বার্থডে স্পেশাল ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, বিরক্তিকর সোমবার, তবে ভুলে গেলে চলবে না এটা আমার বার্থডে সপ্তাহ। তাই উত্তেজনা আলবাত থাকবে। সঙ্গে বেশ কয়েকটি ইমোজিও জুড়েছেন অভিনেতা।

Advertisements

সবেমাত্র জামাইষষ্ঠীর খাবার হজম করেছেন নীল। আর তার রেশ কাটতে না কাটতেই জন্মদিনের আনন্দে মেতে উঠলেন অভিনেতা। ভিডিওতে দেখা গিয়েছে জন্মদিনের আনন্দে খোশমেজাজে নাচ করছেন অভিনেতা। এবং তার পোস্ট জুড়ে শুধুই ভক্তদের উচ্ছ্বাস! টলিউডের বন্ধু সায়ক জানালেন অঢেল ভালবাসা। কেউ আবার বলেই বসলেন, আপনার তো রঙিন জীবন।

   

যদিও জন্মদিনের এই ভিডিওতে দেখতে পাওয়া যায়নি স্ত্রী তৃণাকে। ভিডিওতে পড়েছে ভক্তদের জন্মদিনের শুভেচ্ছা। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই সিরিয়ালের প্লটের কারণে খোরাকের শিকার হয়েছিলেন নীল। বাংলা ধারাবাহিকের গাঁজাখুরি প্লট নিয়েও নানা শোরগোল হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Warehouse Café Kolkata (@warehousecafekolkata)