Tekka: ‘দেবের অভিনয় দেখে স্বস্তিকা……..’, দেবের উচ্চারণ নিয়ে ট্রোলের পর এবার অকপট সৃজিৎ

Tekka

Tekka: জুলফিকরের পর সৃজিতের হাত ছেড়েছিলেন দেব। ইবুর টেক্কা দেবেন একসঙ্গে। দেবের জন্মদিনেই আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল টেক্কা ছবির। ২০২৪ এর পুজোয় একসঙ্গে বক্স অফিস কাঁপাবেন দুজনে। দেবের আশা ছিল, ‘ফিঙ্গার ক্রসড… আশা করছি সব ভালো থাকবে। #Pujo2024, #Tekka।’ কিন্তু দেবের সেই আশায় এবার অন্য দিশা দেখালেন সৃজিৎ। এর আগেও অভিনয় নিয়ে ট্রোল হয়েছেন দেব। উচ্চারণ নিয়ে শুনতে হয়েছে হাজার কথা। এবার মুখ খুললেন দেবের টেক্কা পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়।

সৃজিৎ বললেন, ‘দেব এমন একটা এক্সপ্রেশন দিল, যা ওর মুখে আমরা বহুবার দেখেছি। কিন্তু আমি যেই বললাম অন্য কিছু, ও পুরো অভিব্যক্তিটাই বদলে ফেলল। আমি ওরকম হাবভাব ওর মুখে এর আগে কখনো দেখিনি। আমি বলতে পারি দেব টেক্কায় নিজেকে ভেঙেছে, আমি অভিভূত।’ ওদিকে স্বস্তিকাও কিন্তু দেবের অভিনয়ে রীতিমতো চমকে গিয়েছেন। দেবের অভিনয় দেখে শুটিংয়ের সময় লাইন ভুলে গিয়েছিলেন অভিনেত্রী। সে প্রসঙ্গে সৃজিৎ বললেন, ‘স্বস্তিকা লাইনস-এর ব্যাপারে খুব ভালো। কখনো কিউ মিস করে না। নিজের মতো করে নিয়ে বললেও, কখনও মিস করে না। দেবের একটা বড় ডায়লগ ছিল। তারপর ওর একটা কথা ছিল। সেটা মিস করেছে। আমি কেটেছি শটটা। ও বলল, সরি। আমি শুধু দেবকে দেখছিলাম। দেবকে দেখতে দেখতে লাইন ভুলে গিয়েছিলাম।’

   

প্রসঙ্গত, টেক্কা-র গল্পের কেন্দ্রে থাকবে একটি বাচ্চও মেয়ে। দেবের নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। রয়েছেন স্বস্তিকাও। পরিচালনার দায়িত্বে বাংলার সুপরিচিত পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন