Tarun Majumdar: ৯২ বছরেও পৃথ্বীরাজের মত জীবনযুদ্ধ করছেন তরুণ মজুমদার

যুদ্ধ চলছে। জীবনযুদ্ধ করছেন নবতিপর চিত্র পরিচালক তরুণ মজুমদার। রবিবার তাঁকে (Tarun MaiMajumdar) ফের ভেন্টিলেশনে নিয়ে গেলেন চিকিৎসকরা। ফের সংকটজনক কিংবদন্তি পরিচালক। Advertisements গত কয়েকদিন…

যুদ্ধ চলছে। জীবনযুদ্ধ করছেন নবতিপর চিত্র পরিচালক তরুণ মজুমদার। রবিবার তাঁকে (Tarun MaiMajumdar) ফের ভেন্টিলেশনে নিয়ে গেলেন চিকিৎসকরা। ফের সংকটজনক কিংবদন্তি পরিচালক।

Advertisements

গত কয়েকদিন স্থিতিশীল ছিলেন। রবিবার ফের স্বাস্থ্যের অবনতি হয় তরুণ মজুমদারের। ভেন্টিলেশনে দিতে হয়েছে পরিচালক তরুণ মজুমদারকে। এদিন সকালে শ্বাসকষ্ট বেড়ে যায় তাঁর।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানান শুক্রবার পর্যন্ত অবস্থা খানিকটা হলেও ভাল ছিল। শনিবার থেকে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। রবিবার সংকট বাড়ে। গত ১৪ জুন তরুণ মজুমদারকে ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে।

তাঁর কিডনির সমস্যা রয়েছে। পাঁচ চিকিৎসকের একটি দল তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। ৯২ বছর বয়সী তরুণ মজুমদারের মজুমদারের কিডনিজনিত সমস্যা রয়েছে।

একাধিক জনপ্রিয় ছবি তৈরির পরিচালক তরুণ মজুমদার। পেয়েছেন জাতীয় পুরস্কার। তরুণ মজুমদারের জন্ম ১৯৩১ সালের ৮ জানুয়ারি। ১৯৬২ সালে জাতীয় পুরস্কার পান তিনি।

কাঁচের স্বর্গ, পলাতক সংসার সীমান্তে, গণদেবতা,  বালিকা বধূ, কুহেলি, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্ত, ভালবাসা ভালবাসা, আপন আমার আপন সহ বিভিন্ন জনপ্রিয় ছবির পরিচালক তিনি