Dunki Film: শাহরুখের সঙ্গে কাজ করাটা তাপসীর চোখে শুধুই গুজব!

Dunki Film

Dunki Film: ‘শাহরুখ খানের সঙ্গে কাজ করাটা আমার শুধু গুজব বলেই মনে হয়েছিল। মিডিয়ার হাজারো জল্পনা, গুজবের মাঝে এটাও একটা জলপনাই ছিল। হঠাৎই এ কোন বেফাঁস মন্তব্য করে বসলেন শাহরুখের নতুন নায়িকা তাপসী পান্নু। বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন তাপসী। তাই বলে এমন কথা। স্বয়ং বলিউড বাদশার বিষয়ে। তবে কি শুটিংয়ে কোনো বাকবিতন্ডা বেঁধেছিল। নাকি রয়েছে অন্য কোনো কারণ। এই সব প্রশ্নেরই উত্তর পাবেন পরের অংশে।

Advertisements

এদিন এক সাক্ষাৎকারে তাপসী পান্নু জানান, ডাঙ্কি ছবিতে কাজের জন্য রাজকুমার হিরানির কাছ থেকে যখন প্রথম কলটি এসেছিল। তিনি রীতিমত হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ, রাজকুমার হিরানি তাঁকে ফোন করার আগে, মিডিয়ায় জল্পনা চলছিল যে ডাঙ্কি ছবিতে শাহরুখের নায়িকা হবেন তাপসী। তা অনেকটা গুজবের মতোই লেগেছিল নায়িকার। কারণ, কিং খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা তো আর চাট্টিখানি কথা নয়। তাই তাপসী ভেবেছিলেন, এটি সম্ভব নয়। তবে, এটা ভেবে তাপসী খুশি ছিলেন যে তাঁর সম্মন্ধে এটিই প্রথম গুজব ছিল যা সত্যিই ভাল ছিল (Dunki Film)।

   

উল্লেখ্য, শাহরুখ খানের ডাঙ্কি এখন মধ্যগগনে। 21 ডিসেম্বর মুক্তি পেয়েই রাজত্ব শুরু করেছে ছবিটি। মাত্র দুই দিনে 49 কোটি টাকা আয় হয়েছে। ডানকিতে শাহরুখ, তাপসী পান্নু ছাড়াও রয়েছেন আরও অভিনয় করেছেন বোমান ইরানি, ভিকি কৌশল, বিক্রম কোচার এবং অনিল গ্রোভার। প্রেম, বন্ধুত্ব এবং স্বদেশ প্রত্যাবর্তনের মতো আবেগের গল্প বলেছে ডাঙ্কি (Dunki Film)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements