পরিচালকের ঘাড়ে কোপ, ফেডারেশনের অঙ্গুলিহেলনেই বদলে গেলেন পরিচালক

দুর্গা পুজোয় মুক্তির কথা রয়েছে এসভিএফ (SVF) প্রযোজনা সংস্থার একটি ছবি। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya)।…

পরিচালকের ঘাড়ে কোপ, ফেডারেশনের অঙ্গুলিহেলনেই বদলে গেলেন পরিচালক

দুর্গা পুজোয় মুক্তির কথা রয়েছে এসভিএফ (SVF) প্রযোজনা সংস্থার একটি ছবি। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya)। প্রথমে রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) ছবিটি পরিচালনা করার কথা থাকলেও শনিবার ফেডারেশনের নিয়ম বহির্ভূত কাজ করার জন্য তাঁর ওপর অক্টোবরের ১৯ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন। এই পরিস্থিতিতে ছবির পরিচালক বদলে ফেললেন প্রযোজনা সংস্থার কর্মকর্তারা।

সোমবার, একটি বিবৃতি জারি করে প্রযোজনা সংস্থা (SVF) লিখেছে, “বর্তমান পরিস্থিতিতে ‘প্রোডাকশন নম্বর ১৭১’ (Production No. 171) এর পরিচালনার দায়িত্ব দেওয়া হল পরিচালক সৌমিক হালদারকে (Soumik Halder)। রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee) থাকবেন ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে। এই ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বান ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকারের মতো শিল্পীরা। আমরা এই ছবির কাজ শুরু করতে খুবই আগ্রহী এবং এই ছবির মুক্তির তারিখ এবং অন্য বিস্তারিত তথ্য আমরা খুব শীঘ্রই জানাব। “

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by SVF (@svfsocial)

দিন তিনেক আগে ঘোষণা করা হয় এই ছবিটির। সারা হয় মুহুরতও। জানা যাচ্ছে যে এই ছবিটি বিখ্যাত দক্ষিণী ছবি ‘গরুড়ন’-এর (Garudan) বাংলা রিমেক। এই মাসের শেষ থেকে শুটিং শুরুর কথা ছিল ছবিটির। রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায়, সৌমিক হালদারের বই ভরসা রাখলো প্রযোজনা সংস্থা। এর আগে এসভিএফের ‘আবার বিবাহ অভিযান’ পরিচালনা করেছিলেন সৌমিক।

কারা হাজির ছিলেন মির্জাপুরের তৃতীয় সিজেনের সাকসেস পার্টিতে? দেখুন ছবিতে

Advertisements

শনিবার, ফেডারেশনের একটি বিবৃতি জারি করে জানায় , “চিরন্তন মুখোপাধ্যায় (রাহুল) ফেডারেশনের নিয়মবিরুদ্ধ কাজ করেছেন। সেই সূত্রে ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (ডিএইআই) তাকে শুটিং সংক্রান্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।” এই নিষেধাজ্ঞার পেছনে কারণ হিসেবে জানা যায়, রাহুল মাস খানেক আগে বাংলাদেশে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সেখানে গিয়ে নাকি তিনি কলাকুশলীদের সঙ্গে শুটিংও করেছিলেন। তবে পুরো বিষয়টি তিনি জানাননি ফেডারেশনকে।

পরিচালক বিষয়টি নস্যাৎ করে জানান, তিনি কোনও ছবির শুটিং করতে বাংলাদেশে যাননি। সেখানে গিয়ে কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করেছিলেন, যার মধ্যে রয়েছে তাঁর ‘লহু’ ছবিটি। তবে এই ছবি নিয়ে নাকি প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে বলে জানান তিনি।