পর্নোগ্রাফি মামলায় শার্লিনকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্টে স্বস্তি

sharlin chopra

মুম্বই: স্বস্তি পেলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। র্ন ফিল্ম মামলায় গ্রেফতারির ক্ষেত্রে তাঁর রক্ষাকবচের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শার্লিন চোপড়ার আইনজীবী সুনীল ফড়নবিশ বলেছেন, ‘ শুধু শার্লিন নয়, এই মামলায় অন্য অভিযুক্তদেরও গ্রেফতারির ব্যাপারে এই রক্ষাকবচ দেওয়া হয়েছে।

গত ১৮ জানুয়ারি শীর্ষ আদালত পুনম পান্ডের গ্রেফতারির ক্ষেত্রেও রক্ষাকবচ দিয়েছিল। যদিও হাইকোর্টচ ২০২১-র ২৪ নভেম্বর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি বিনীত সরন ও অনিরুদ্ধ বসুর বেঞ্চ বম্বে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শার্লিন চোপড়ার দায়ের করা আর্জির ভিত্তিতে মহারাষ্ট্র সরকারকে নোটিশ জারি করেছে।এর আগে হাইকোর্ট শার্লিনের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, নোটিশ জারি করা হয়েছে..এরমধ্যে আবেদনকারীর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।

   

উল্লেখ্য এর আগে, সুপ্রিম কোর্ট অশ্লীর ভিডিও চক্র সংক্রান্ত একটি মামলায় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতারি থেকে চার সপ্তাহের রক্ষাকবচ মঞ্জুর করেছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন