সিনেমা হলের সুদিন ফিরিয়ে আনল Gadar 2

সানি দেওলের ‘গদর ২’ (Gadar 2) রেকর্ড গড়ছে এবং ছবিটিতে অর্থের যেন বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলোও (single screen theatre) এর সুফল পাচ্ছে।…

সানি দেওলের ‘গদর ২’ (Gadar 2) রেকর্ড গড়ছে এবং ছবিটিতে অর্থের যেন বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলোও (single screen theatre) এর সুফল পাচ্ছে। গত কয়েক বছর ধরে লোকসানে চলছে সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলো। উত্তর প্রদেশের কিছু শহরে ৬ দিন থেকে গদর ২-এর শো হাউসফুল চলছে। মাল্টিপ্লেক্সের আগমনের কারণে, মানুষ সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে যাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছিল, তারপরে করোনার সময় আসে এবং মাল্টিপ্লেক্সগুলির আকর্ষণ অদৃশ্য হয়ে গেল। তাই সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলো লোকসানের মুখে পড়তে বাধ্য হয়।

গত ২১ বছরে অনেক হল বন্ধ হয়ে গেছে এবং যে বাকিগুলো চলছে সেগুলো চলছে লোকসানে। অনেক শহরের অবস্থাও একই রকম। OTT প্ল্যাটফর্মের বাড়তে থাকা সক্রিয়তার কারণে, অবশ্যই কিছু প্রভাব পড়েছে। কিন্তু ‘গদর ২’ আবারও এই প্রেক্ষাগৃহে দর্শকদের আকৃষ্ট করতে কাজ করেছে।

   

মিরাটের ১০০ বছরের পুরনো রিগাল সিনেপ্লেক্স সিনেমা হলে দেখানো হচ্ছে গদর ২। এই ছবির কারণে টানা ৫ দিন সিনেমা হল হাউসফুল ছিল। সারাদিনে ছবিটির ৫টি শো চলছে। হলটিতে ২৭০ জন একসঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন। এদিক থেকে গদর ২ এই সিনেমা হলের সুদিন ফিরিয়ে এনেছে। এ নিয়ে হল মালিকরাও খুবই খুশি এবং এ ধরনের চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখা উচিত বলে মনে করেন। ছবির টিকিটের ক্ষেত্রে এগুলো মাত্র ১২০ ও ১৫০ টাকার এবং তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

‘গদর ২’ ছবিটি যেভাবে তৈরি করেছে, তা বক্স অফিসে দারুণ আয় করছে। যারা এখনও পর্যন্ত শুধুমাত্র মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যেতেন তারাও সিঙ্গেল স্ক্রিনে যেতে শুরু করেছেন। অবস্থা এমন যে, প্রথম দিন থেকেই এই ছবির সব শো হাউসফুল হয়ে যাচ্ছে। যেভাবে চলচ্চিত্রপ্রেমীরা বাড়ছে, তাতে সিঙ্গেল স্ক্রিন ম্যানেজমেন্টের মুখও ফুটে উঠেছে।