Sunny Deol: সন্দীপ রেড্ডির ছবি ‘অ্যানিমাল’ আজকাল শিরোনামে। এই ছবিতে ববি দেওলের ‘জামাল কুদু’ গানটি যে কি পরিমাণ আলোড়ন সৃষ্টি করেছে, ভাবাই যায় না। এখনও পর্যন্ত কোটি কোটি রিল তৈরি হয়েছে এই গানটি নিয়ে। এদিকে ববি দেওলের গানের খ্যাতি পৌঁছে গেছে তার বড় ভাই সানি দেওলের কাছেও। তাহলে Sunny Deol-ই বা বাদ যান কেন। হুবহু ভাইয়ের স্টাইলে পা মেলালেন সানি দেওল।
বড়দিন উপলক্ষে এদিন Sunny Deol এই সুন্দর নাচের ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে ববি দেওলের ‘জামাল কুডু’ গানে পছন্দের টেডি বিয়ার নিয়ে নাচে মত্ত ছিলেন সানি। সানি দেওলের ভিডিও দেখার পর অনেক ভক্ত মন্তব্য তো করেছেনই। ওদিকে সহ-অভিনেত্রী আমিশা প্যাটেলও কিন্তু আদুরে প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, সানি দেওল যে কোনও টেডি বিয়ারের চেয়েও সুন্দর। কাজের ফ্রন্টের কথা বলতে গেলে, সানি দেওল এইমুহূর্তে ‘সফর’ ছবির শুটিং করছেন। এরপর তার হাতে রয়েছে ‘লাহোর 1947’ যার শুটিং হচ্ছে আমির খানের প্রোডাকশন হাউসে।
View this post on Instagram
তবে, অনেকের মনেই প্রশ্ন জাগছে যে এই ‘জামাল কুদু’ শব্দের অর্থ কী! তারই উত্তরে বলা যায় যে জামাল কুদু গানটি ইরানি গান ‘জামাল জামালু’ থেকে অনুপ্রাণিত। এই গানের হিন্দি অর্থ হল, ‘আমার হৃদয় ভেঙে দিও না।’ তুমি আমাকে ছেড়ে দিলে আমি রাস্তার পথিক হয়ে যাব, মজনুর মত যাযাবর হয়ে যাব’।