একটি মন্তব্যের ফলে বড়সর বিপাকে পড়ে গেছেন সুদীপা চ্যাটার্জি (Sudipa Chatterjee)। কয়েকদিন আগে কিছু অনলাইনে অর্ডার করেছিলেন সেটি ডেলিভারি দিতে আসার আগে ডেলিভারি বয় তাকে ফোন করেন, তার পরিপ্রেক্ষিতেই সুদীপা তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন। তিনি লেখেন ডেলিভারি বয়রা ডেলিভারি দিতে আসার আগে কেন ফোন করবে! আমি কি তাদের দারোয়ান যে দরজায় দাঁড়িয়ে থাকবো।
তারপর থেকেই তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানুষ সোশ্যাল মিডিয়াতে তীব্র নিন্দা করেন। সাধারণ মানুষ থেকে অনেক জনপ্রিয় মানুষও তার এই মন্তব্যের প্রতিবাদ করেন। অনেকেই তাকে অহংকারী বলেও আখ্যা দেন।
তারপর থেকেই তিনি যে শোএর সঞ্চালিকা অর্থাৎ জি বাংলার “রান্নাঘর”। সেই রান্নাঘর শোটিকে বয়কট করার এবং সুদিপাকে বয়কট করার একাধিক কথা উঠতে আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত গত সপ্তাহে বাংলা টেলিভিশনে যে রিয়ালিটি শোগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে টিআরপি কম হয় “রান্নাঘরের”।
তারপর থেকে জল্পনা উঠতে থাকে যে চ্যানেল তাকে এই শো থেকে সরিয়ে দিতে চলেছে। কিন্তু এবার এইসব বন্ধ করার জন্য সঞ্চালিকা নিজেই ক্ষমা চাইলেন এবং তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন। যাতে তিনি লিখেছেন,’যা আমি বলতে চেয়েছি সেটা কেউ বুঝতেই পারেননি। একজন দরিদ্র ডেলিভারি বয়কে আমি কেন অপমান করতে যাব? কল করবেন না অপশন সিলেক্ট করার পরেও কল আসে কোনও না কোনও বাহানায়। আমি সেটা নিয়েই বলেছিলাম!’
এরপর তাঁর বিরুদ্ধে যারা কটাক্ষ করেছিল তাদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আপনাদের এত ঘৃণা আসে কোথা থেকে জানেন? হতাশা থেকে, যেটা মব লিঞ্চিং হিসেবে কাজ করে। আপনারা লেখা না পরেই নিজেদের মন্তব্য জোর করে চাপিয়ে দেন। এসব করে হয়ত একটা ২ মিনিটের আনন্দ ও খ্যাতি মেলে। কিন্তু এটা এও বুঝিয়ে দেয় যে আপনি কোন পরিবেশ থেকে উঠে এসেছেন’।
শেষে সুদীপা লেখেন, ‘আমি আশা করছি আমি যেটা বলতে চাইছি সেটা আপনাদের বোঝাতে পেরেছি। যদি আমার কথায় কেউ আহত হয়ে থাকেন তাহলে দুঃখিত। আমি ইচ্ছাকৃত ভাবে আঘাত করতে চাইনি। মা আসছেন, তাই চলুন একসাথে অশুভ শক্তির বিনাশ গড়িয়ে শান্তিতে পুজোয় মেতে উঠি’।