Subhasree Ganguly: নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে আসছে শুভশ্রীর ‘বৌদির ক্যান্টিন ‘

এবার পরিচালনায় নামছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার ছবির নাম ‘বৌদি ক্যান্টিন’। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। একজন গৃহবধূর রান্নার মাধ্যমে নিজের ক্যারিয়ার…

Subhasree Ganguly: নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে আসছে শুভশ্রীর 'বৌদির ক্যান্টিন '

এবার পরিচালনায় নামছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার ছবির নাম ‘বৌদি ক্যান্টিন’। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। একজন গৃহবধূর রান্নার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে আসছে এই ছবি।

ছবিটিতে শুভশ্রীর স্বামীর ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে (Parambrata Chatterjee) এবং শাশুড়ির ভূমিকায় দেখা যাবে অনুসুয়া মজুমদারকে। সিনেমাটিতে সোহমও রয়েছে কিন্তু তার চরিত্র নিয়ে সাসপেন্স তৈরি করা হয়েছে। এই ছবিটির বিষয়বস্তু গড়ে উঠেছে কলকাতার মেয়ে বিখ্যাত সেফ আসমা খানের জীবনকাহিনীকে কেন্দ্র করে। তার একাধিক রেস্তোরাঁ রয়েছে লন্ডনেও।

Advertisements

একজন গৃহিণী থেকে কিভাবে সকলকে তাক লাগিয়ে সুস্বাদু হাতের রান্না দিয়ে কি করে নিজের পায়ে দাঁড়িয়েছেন তাই নিয়ে গল্প।এবারে পুজোয় আসতে চলেছে প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ তার সঙ্গে পরমব্রত শুভশ্রী এবং সোহম অভিনীত ‘বৌদি ক্যান্টিন’।