Subhasree Ganguly: শুভশ্রীর অম্লান হাসিতে মত্ত নেটদুনিয়া

টক-ঝাল-মিষ্টি সব মিলিয়ে প্রাণবন্ত মন খোলা অভিনেত্রী বলতেই টলিউড জগতে যে অভিনেত্রীর নাম বঙ্গবাসীদের মাথায় আসে তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। এই অভিনেত্রীর অট্টহাসির…

Subhasree Ganguly

টক-ঝাল-মিষ্টি সব মিলিয়ে প্রাণবন্ত মন খোলা অভিনেত্রী বলতেই টলিউড জগতে যে অভিনেত্রীর নাম বঙ্গবাসীদের মাথায় আসে তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। এই অভিনেত্রীর অট্টহাসির দ্বারাও যেমন টলিউড দর্শকদের মন বিগলিত হয়েছে তেমনই আবার তার ম্লান হাসিতে নিজেদেরকে কাবু রাখতে পারেননি অনেক পুরুষও।

Advertisements

এই অভিনেত্রীর অভিনয় জগতে অভিষেক ঘটে উড়িয়া সিনেমার মাধ্যমে। পরবর্তীকালে তিনি 2008 সালে ‘বাজিমাত’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। এরপর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় জগতের ক্যারিয়ারের শুরুতে তাকে এবং অভিনেতা দেবকে নিয়ে প্রেমঘটিত বিষয় নিয়ে অনেক সমালোচনা হয়েছিল সমালোচকদের মধ্যে। কিন্তু বর্তমানে তিনি তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং তার পুত্র ইউভানের সাথে সুখে আনন্দে দিন কাটাচ্ছেন।

Advertisements

সদ্য মুক্তিপ্রাপ্ত শুভশ্রী গাঙ্গুলী ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘বৌদি ক্যান্টিন’ খানিক অন্যধারার সিনেমা বলে দর্শকদের মন জয় করে নিয়েছেন। দুর্গাপূজার প্রাক্কালে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যখন উৎসবের আনন্দে মত্ত তখন তিনি বাদ যাবেন কেন, সকলের সাথে তালে তাল মিলিয়ে দেবীবরণ থেকে শুরু করে সিঁদুর খেলা সবেতেই মেতেছিলেন এই অভিনেত্রী।

https://www.instagram.com/p/CjcV-9KJX4O/?utm_source=ig_web_copy_link

অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সদ্য প্রকাশ প্রাপ্ত কিছু ছবি মন কেড়ে নিয়েছে বঙ্গবাসীর। শুভশ্রীর পরনে রয়েছে শাড়ি সঙ্গে রয়েছে হালকা মেকআপ। এইরূপে তাকে লাগছে অনবদ্য। এই ছবি দেখে কেউ মন্তব্য করেছেন যে, ” তোমার চোখে আমার মরণ দেখেছি”, আবার কেউ বলেছে, ” সিম্প্লি বিউটিফুল”।