Subhashree Ganguly: সুদূর বিদেশেও ভারতীয় সংস্কৃতি, মন‌ জয় বঙ্গ অভিনেত্রীর

টলি জগতে বিবাহিত জুটির মধ্যে অন্যতম জুটি হল রাজ-শুভশ্রীর জুটি। প্রানোচ্ছল অভিনেত্রী বরাবরই ভীষণ খোলামেলা জীবনযাপন করে। দুর্গাপূজার এই প্রাক্কালে গত মাসের ৩০ তারিখে শুভশ্রী (Subhashree Ganguly) এবং পরমব্রত অভিনীত ‘বৌদি ক্যান্টিন’ নামক সিনেমাটি প্রকাশ পায় প্রেক্ষাগৃহে।

অন্য স্বাদের এই সিনেমার গল্পটি মূলত নারীকেন্দ্রিক বলে দর্শকদের মন কেড়ে নিয়েছে। সিনেমা মুক্তি পাবার আগেই অভিনেত্রী তার স্বামী এবং সন্তানকে নিয়ে বিদেশে গিয়েছিলেন ছুটি কাটাতে। পরিবারের সাথে ছুটি কাটাতে গিয়েও অভিনেত্রী ইনস্টাগ্রামের দ্বারা প্রত্যেক মুহূর্তের ছবি শেয়ার করেছে দর্শকদের সাথে।

   

কখনো তাকে দেখা যাচ্ছে তার পুত্রের সাথে আবার কখন থেকে দেখা যাচ্ছে স্বামীর সাথে একান্তে। আবার ভ্রমণে গিয়েও তিনি নিজেকে মেলে ধরেছেন ভারতীয় রূপে। সুদূর প্যারিসে তোলা কিছু ফটোতে শুভশ্রীকে দেখা যাচ্ছে, তার পরনে রয়েছে শাড়ি। এই দেখে প্রমাণ পাওয়া যায় যে তিনি যতই বিদেশ ভ্রমন করুক না কেন মন পড়ে রয়েছে নিজের দেশে। 

আবার ভ্রমণ থেকে ফিরে এসেই অভিনেত্রী ধরা দিয়েছে দর্শকদের কাছে একেবারে বাঙালি বধূ রূপে। সপ্তমী-অষ্টমীর সাজ থেকে শুরু করে দশমির সিঁদুর খেলায় মেতে ছিল অভিনেত্রীসহ গোটা পরিবার। ইনস্টাগ্রামে পোস্ট করা শুভশ্রীর পরনে রয়েছে আকাশি রংয়ের সারি এবং রুপালি রঙের স্লীভলেস ব্লাউজ। সঙ্গে খোলা চুল হালকা মেকআপে হয়ে উঠেছেন লাবণ্য। আমি তাড়িয়ে দিয়েছি পোস্ট করার সাথে সাথেই লাইক ছুঁয়েছে প্রায় ৩০ হাজারের গণ্ডি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন