Subhashree-Raj: রাজ-ইউভানের সঙ্গে দোলে মাতলেন শুভশ্রী

Subhashree-Raj

দোলের আনন্দে মাতোয়ারা আট থেকে আশি, সাধারণ মানুষ থেকে তারকামহল। এই লিস্টে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। রং উৎসব পালনের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী। সাদা পোশাক, লাল আবির মাখা মুখে স্বামী-পুত্রের সঙ্গে ছবি পোস্ট করলেন তিনি। এই প্রথমবার দোলে নিজের পায়ে হাঁটতে শিখেছে সে। বাবা-মায়ের সঙ্গে দোল খেলেছে ইউভান। তার কপালে লাল হলুদ আবির। তবে এইবছর দোলে ইউভানকে চেনা দায়। সদ্য নেড়া হয়েছে সে। ফাঁকা মাথায় ইউভান যেন রঙিন রসগোল্লা।

 ‘চিকেন ফেলে কবজি ডুবিয়ে খাই’ ইশা সাহার মায়ের হাতের রেসিপি

   

<

p style=”text-align: justify;”>সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ রাজ-শুভশ্রী। তবে ছেলের প্রত্যেক পদক্ষেপের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই ভালবাসেন তাঁরা। ইউভানের কথা বলা, থেকে খেলাধুলো, থেকে হাঁটতে শেখা সবই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ-শুভশ্রী। দিনের বেশিরভাগ সময়েই একরত্তিকে নিয়ে কেটে যায় শুভশ্রীর। এবার ‘রসগোল্লা’ ছবিও ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। এই বছর দ্বিতীয় হোলি ইউভানের। রাজ-শুভশ্রীর এই একরত্তি সবারই নয়নের মণি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন