Subhashree Ganguly: প্রশ্নের মুখে শুভশ্রীর মাতৃত্ব! কেন?

Subhashree Ganguly

Subhashree Ganguly: ‘ছেলেকে ছেড়ে একা ঘুরে আবার বলে কি না মিসিং! ঢং যত্তসব, ন্যাকাপোনা। কী করে যে আপনি পারেন এত ছোট বাচ্চাকে ছেড়ে চলে যেতে?’ বাবলি ছবির কাজে রাজের হাত ধরে শুটিংয়ে যেতেই ধেয়ে এল কটাক্ষ। গত বছরের শেষেই নতুন ছবির কথা ঘোষণা হয়েছে। চলছে স্বপ্নপূরণের পালা। ইউভানকে তাই কলকাতায় রেখে শুটিংয়ে এসেছেন শুভশ্রী ও রাজ! তাহলে কি ছোট্ট ইয়ালিনিকে সঙ্গে নিয়ে এসেছেন শুভশ্রী (Subhashree Ganguly)?

কটাক্ষের জবাবে শুভশ্রী মুখ খোলেননি। কিন্তু ফ্যানেরা খুলেছেন। শুভশ্রী ভক্তের দাবি, ‘আজেবাজে বকছেন কেন, ওরা ঘুরতে নয় কাজ করতে গিয়েছে। কিছু মানুষের কাজই নেতিবাচকতা ছড়ানো, শান্তি নেই এদের জীবনে।’ দ্বিতীয়বার মা হওয়ার পর এটাই শুভশ্রীর প্রথম কাজ। মাতৃত্ব সামলে স্বপ্নের প্রোজেক্টে কাজ করছেন শুভশ্রী গাঙ্গুলি। ছেলেকে ছেড়ে বাইরে রয়েছেন অনেকদিন হল। মিস করছিলেন তাই। ধরা ধরা মনে লিখলেন, ‘আমার জানকে মিস করছি’। রাজের মন্তব্য, ‘আমিও মিস করছি’ (Subhashree Ganguly)।

   

প্রসঙ্গত, আপতত উত্তরবঙ্গে ‘বাবলি’র শ্যুটিং করছেন রাজ-শুভশ্রী। চার দিন হল বাবিলর জন্য নর্থ বেঙ্গল গিয়েছেন স্বামী-স্ত্রী। কাজের ব্যস্ততায় ছেলের খেয়াল রাখতে পারবেন না বলে ইউভানকে সঙ্গে নিয়ে যাননি তাঁরা। ঠাকুমা, পিসি, দিদিদের দায়িত্বে কলকাতার বাড়িতেই রয়েছে ছোট্ট ইউভান। এই প্রথম একসঙ্গে কাজ করছেন শুভশ্রী (Subhashree Ganguly) ও আবির চট্টোপাধ্যায়। থাকবেন সৌরসেনী মৈত্রও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন