Subhashree Ganguly: রাত-দুপুরে লালপরী সেজে উঠলেন রাজ-জায়া শুভশ্রী

শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)!টলিউডে এই নামটা উঠলেই মনে পড়ে এক মিষ্টি মুখ। শুভশ্রী তার অসাধারণ রূপের ঝলকে বাজিমাত করেছেন। কমার্শিয়াল ছবির নায়িকা হিসেবে টলিউডে পথ…

Subhashree Ganguly

শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)!টলিউডে এই নামটা উঠলেই মনে পড়ে এক মিষ্টি মুখ। শুভশ্রী তার অসাধারণ রূপের ঝলকে বাজিমাত করেছেন। কমার্শিয়াল ছবির নায়িকা হিসেবে টলিউডে পথ চলা শুরু করলেও ‘পরিণীতা’, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লা’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন রাজ ঘরণী শুভশ্রী।

Advertisements

আসন্ন ছবি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ছবিতে বৃদ্ধা হিসেবে, একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে অভিনেত্রীকে। শহরে যখন শীতের আমেজ, নিজের নতুন ফটোশ্যুটে নেটদুনিয়া কাঁপাচ্ছেন ইউভানের মাম্মি।

   

নতুন বছরকে স্বাগত জানাতে শুভশ্রী বেছে নিয়েছেন লাল রঙ। লাল ডিপ কাট ড্রেসে স্পষ্ট ক্লিভেজ আর শরীরের গঠন। লাল রঙের যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন নায়িকা। সম্প্রতি নেট মাধ্যমে নিজেই তার ফটো শ্যুটের ছবি শেয়ার করে ভক্তদের রাতের ঘুম কেড়েছেন। বোল্ড লুকে এই টলি ডিভাকে দেখে চোখ সরানো দায় নেটিজেনের।

জীবনের নতুন ইনিংসে পা রাখতে চলেছেন শুভশ্রী। চেনা ছকের বাইরে তাঁকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। ‘আবার প্রলয়’ নিয়ে আসছেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রথম ওটিটি কনটেন্ট বানাবেন রাজ, সেই ছবি প্রযোজনায় রয়েছেন শুভশ্রী।