Bangladesh: দুর্গাপূজায় হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের অবরোধ, তীব্র যানজট

bangladesh student

নিউজ ডেস্ক: দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশে পরপর হিন্দু মন্দির, পুজামণ্ডপ ও হিন্দু মহল্লায় হামলার জেরে বাংলাদেশ সরকার প্রবল বিতর্কে। নিরাপত্তার কথা বলা হলেও রক্ষীরা হামলার সময় ছিল না বলে অভিযোগ উঠেছে।

Advertisements

এই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অবস্থান বিক্ষোভে সরকারের কাছে পূর্ণ তদন্ত ও হামলাকারীদের চরম শাস্তির দাবি করেছেন। ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অবরোধের কারণে ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

bangladesh student

আন্দোলনকারীরাদের দাবি, প্রতিবার হামলার পর আশ্বাস দিলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।দেশের হিন্দু ধর্মাবলম্বীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Advertisements

bangladesh student

পড়ুয়াদের দাবি, হামলার শিকার সব মন্দির দ্রুত সংস্কার করতে হবে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ক্ষতিপূরণ দিতে হবে। হত্যার শিকার পরিবারগুলোকে স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে মন্দির সংখ্যালঘুদের বাড়িতে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি করেন তারা। সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রক ও কমিশন গঠন করতে হবে। জাতীয় বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জিডিপির ১৫ শতাংশ বরাদ্দ রাখতে হবে।