বাংলা বিনোদন জগতে রোজকার দৈনন্দিন জীবনের সাথী ছোট পর্দার বিভিন্ন ধারাবাহিক। সাধারণ মানুষদের মধ্যে আবার কোনো কোনো ধারাবাহিক মানুষের মননে এমনভাবে গেঁথে যায় যে, ধারাবাহিকের শেষেও সেই ধারাবাহিকের মূল চরিত্র জনপ্রিয় হয়ে থাকে আজীবন দর্শকদের কাছে। বাংলা ধারাবাহিক জগতে বর্তমানে এমন এক সিরিয়ালের আগমন ঘটতে চলেছে স্টার জলসা(Star Jalsha) যা কিনা খানিক অবাস্তবীয় ঘটনাকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে, ধারাবাহিকটির নাম ‘পঞ্চমী’।
পঞ্চমী ধারাবাহিকটির প্রথম প্রমো দেখে বোঝা যাচ্ছে যে, পঞ্চমী নামের একটি মেয়ে জন্ম নেয় এক মন্দিরে এবং পরবর্তীকালে বড় হয়ে তার জন্মসূত্রে সাপেদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি হয়, যা কিনা সমাজের আর পাঁচটা মানুষদের কাছে অস্বাভাবিক এবং আগ্রহ জনক।
নাগপঞ্চমী তিথিতে যার জন্ম, নীলকন্ঠের আশীর্বাদ যার মাথায়, কে সেই পঞ্চমী? জানতে হলে দেখতে হবে স্টার জলসায় ধারাবাহিক ‘পঞ্চমী’। পঞ্চমী নামক চরিত্রের মুখ্য ভূমিকা অভিনয় করতে দেখতে পাওয়া যাবে, ছোট পর্দার অভিনেত্রী সুস্মিতা দে। এর আগেও এই অভিনেত্রীকে দেখতে পাওয়া গেছে, ‘বৌমা একঘর’। অভিনেত্রীর অভিনয় জগতে অভিষেক ঘটে ষ্টার জলসার ‘বধূ কোন আলো লাগলো চোখে’ ধারাবাহিকের দ্বারা।