Star Jalsha: বাংলার বুকে অমর প্রেম কাহিনী নিয়ে আসতে চলেছে ‘ কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’

বর্তমানে এখন ধারাবাহিক জগতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে থাকে যে কোন ধরনের বিষয় দর্শকদের পছন্দ হচ্ছে। ইতিমধ্যে বাংলা সিরিয়াল দে দর্শকদের…

বর্তমানে এখন ধারাবাহিক জগতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে থাকে যে কোন ধরনের বিষয় দর্শকদের পছন্দ হচ্ছে। ইতিমধ্যে বাংলা সিরিয়াল দে দর্শকদের স্টার জলসা(Star jalsha) আভাস দিয়েছে যে আসন্ন দিনে নতুন দুটি ধারাবাহিক শুরু হতে চলেছে। পঞ্চমী এবং বাংলা মিডিয়ামসহ আরো একটি ধারাবাহিকের প্রমো হঠাৎই দেখতে পাওয়া গেছে টেলিভিশনের পর্দায়। আসন্ন ধারাবাহিকের নাম ‘কমলা ও পৃথ্বীরাজ’। সকলের অগোচরেই মাঝরাতে এই ধারাবাহিকের প্রমো সকলের সামনে এসেছে। প্রমো দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা। নতুন ধারাবাহিকের প্রমো দেখে বোঝা যাচ্ছে, বিংশ শতাব্দীর উত্তাল সারা বাংলায় যখন স্বদেশী আন্দোলনে তখন এই সকল ভয়াবহ পরিস্থিতির মাঝে গড়ে ওঠা দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প নিয়ে আসতে চলেছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।

Advertisements

https://www.instagram.com/p/ClWZeRKBPJu/?igshid=YzFkMDk4Zjk=

বিজ্ঞাপন

কিন্তু, কিছু কিছু সমালোচকদের মধ্যে একটা প্রশ্নই যদি এই সিরিয়াল শুরু হয় তাহলে কোন সময় তা দেখতে পাওয়া যাবে এবং কোন সিরিয়ালের পরিবর্তে এই সিরিয়ালটি শুরু হবে। এখনও এই সিরিয়ালের মুখ্য চরিত্রে কারা অভিনয় করতে চেয়েছে তা এখনো স্পষ্টত জানা যায়নি। কিন্তু, ধারাবাহিক প্রেমীরা বিংশ শতাব্দীর প্রেম কাহিনী উপলব্ধি করতে পারবে এই সিরিয়ালের মাধ্যমে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।